শিরোনাম
শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কোন প্রতিষ্ঠান টাকা নিয়ে দিচ্ছে না শনাক্ত করব

নিজস্ব প্রতিবেদক

কোন প্রতিষ্ঠান টাকা নিয়ে দিচ্ছে না শনাক্ত করব

আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আজ থেকে আর এক টাকারও খেলাপি ঋণ বাড়বে না। ব্যাংকের মালিকরা আমাকে কথা দিয়েছেন। এখন পর্যন্ত যে পরিমাণ খেলাপি ঋণ রয়েছে তা ধীরে ধীরে কমিয়ে আনা হবে। কোন প্রতিষ্ঠান টাকা নিয়ে দিচ্ছে না এটা শনাক্ত করব। এরপরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে অর্থ মন্ত্রণালয়ের দপ্তরে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম মজুমদার, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবালসহ ব্যাংক মালিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর