শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সহাবস্থান নিয়ে অভিযোগ নেই

--------- আখতারুজ্জামান

নাসিমুল হুদা

সহাবস্থান নিয়ে অভিযোগ নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন, ডাকসু নির্বাচনের জন্য ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিয়ে কোনো অভিযোগ নেই। ছাত্র হলগুলোতে বিভিন্ন ছাত্র সংগঠনের শিক্ষার্থীদের সহাবস্থান রয়েছে। সব সংগঠনের শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে, কারও কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। উপাচার্য আরও বলেন, সম্প্রতি প্রভোস্ট কমিটির সভায় প্রভোস্টরা জানিয়েছেন, হলগুলোতে শান্তিপূর্ণ সহাবস্থান আছে। এক্ষেত্রেও কোনো সমস্যা নেই। ডাকসু নির্বাচনের জন্য গঠনতন্ত্র সংশোধনের কাজ চলছে। বিভিন্ন প্রক্রিয়া শেষে ধাপে ধাপে নিয়মনীতি অনুসরণ করে পর্যায়ক্রমে নির্বাচনের জন্য সব প্রক্রিয়া গ্রহণ করা হবে। ডাকসুর নিয়মনীতি অনুযায়ী যখন যা করা দরকার সেভাবেই করা হবে। আখতারুজ্জামান বলেন, প্রভোস্ট কমিটির সম্প্রতি একটি সভা হয়েছে। সেখানে প্রভোস্টরা বলেছেন, হলগুলোতে বিভিন্ন ছাত্রসংগঠনের শান্তিপূর্ণ সহাবস্থান আছে। কারও কোনো অসুবিধা হচ্ছে না। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কারও অভিযোগ থাকলে সেগুলো হল সংসদ হয়ে আসতে পারে। অভিযোগ প্রভোস্টদের কাছে জানানো যেতে পারে। উপাচার্য বলেন, ডাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সদিচ্ছার কোনো কমতি নেই।

সর্বশেষ খবর