শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সংগঠনগুলোর সহাবস্থানই পূর্বশর্ত

-------- রাজীব আহসান

নিজস্ব প্রতিবেদক

সংগঠনগুলোর সহাবস্থানই পূর্বশর্ত

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নেই। ডাকসু নির্বাচনের

পূর্বশর্ত হচ্ছে সব ছাত্র সংগঠনের সহাবস্থান। এটি নিশ্চিত করা সম্ভব না হলে নির্বাচনের পরিবেশ তৈরি করা যাবে না। নির্বাচনের আয়োজন করা হলেও তা গ্রহণযোগ্য হবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রাজীব আহসান আরও বলেন, ডাকসুসহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছাত্রদল দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে। এ দাবিতে আগে বিভিন্ন কর্মসূচিও পালন করেছি আমরা। দীর্ঘদিন পর হলেও ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি বলেন, সরকারদলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ছাড়া সব ছাত্র সংগঠনই সহাবস্থানের দাবিতে সোচ্চার। কয়েকটি ছাত্র সংগঠন ক্যাম্পাসে বিভিন্ন কার্যক্রম চালালেও মাঝেমধ্যেই সরকার দলের ছাত্র সংগঠনের হামলার শিকার হচ্ছেন তারা। ছাত্রদল সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মধুর ক্যান্টিন, ছাত্রদের বিভিন্ন আবাসিক হল ও ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহাবস্থানের আশ্বাস দিয়েছে। আমরা বিশ্বাস করি, এই সহাবস্থান নিশ্চিত হলেই কেবল নির্বাচনের পরিবেশ সৃষ্টি হতে পারে। সবার সহাবস্থান হলে ছাত্রদল নির্বাচনের দিকে এগিয়ে যাবে।

সর্বশেষ খবর