শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নেতাদের বাড়িতে বাড়িতে ভিড় উপজেলা প্রার্থীদের

নিজস্ব প্রতিবেদক

উপজেলা নির্বাচন নিয়ে লবিংয়ে ব্যস্ত প্রার্থীরা। স্থানীয় এমপিকে ম্যানেজ করার পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের বাড়িতেও অনেকের ভিড়। আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে ভিড় জমাচ্ছেন প্রার্থীরা। দলের একজন সিনিয়র মন্ত্রী বললেন, এখন আর কেউ মন্ত্রী হিসেবে ফুল নিয়ে আসেন না, উপজেলা প্রার্থীরাই সবচেয়ে বেশি ফুল নিয়ে আসছেন। এরপর রয়েছেন মহিলা আসনের প্রার্থীরা। ফুল ও মিষ্টি নবনির্বাচিত এমপিদের বাড়িতেও যাচ্ছে। উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি দুই ভাইস চেয়ারম্যান পদেও লবিং চলছে। মাঠপর্যায়ের নেতাদের পাশাপাশি অনেক নবাগতও তদবির করছেন। সবাই মনে করছেন বিএনপি নির্বাচনে না গেলে অনেক বেশি সুবিধা হবে। দল থেকে মনোনয়ন পাওয়ার অর্থ উপজেলা চেয়ারম্যান হয়ে যাওয়া। এদিকে জাতীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সারা দেশে প্রার্থী দেবে। মহাজোটের সঙ্গে আলোচনায় কোনো কিছু না দাঁড়ালে জাতীয় পার্টির প্রার্থীরা আলাদা করে ভোট করবেন। জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন দলও প্রার্থী মনোনয়ন নিয়ে ব্যস্ত। তবে ১৪ দলীয় জোটগত ভোটের দিকে ছোট দলগুলোর চোখ থাকলেও আওয়ামী লীগ এ নিয়ে মুখ খুলছে না। আওয়ামী লীগ তার নিজের মতো করে ভোট করার পক্ষপাতী। দলের শীর্ষ পর্যায়ের একজন নেতা জানান, এমপিদের পছন্দ অনুযায়ী প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হবে না। দলের প্রতি ত্যাগ-তিতিক্ষা বিবেচনা করেই মনোনয়ন দেওয়া হবে। আওয়ামী লীগ সভানেত্রীর কাছে মাঠ জরিপের তথ্য আসতে শুরু করেছে। দলকে শক্তিশালী রাখতে এমপিদের পকেটের চেয়ারম্যান মনোনয়ন পাবে না। বিভিন্ন বিভাগের দায়িত্বে সাংগঠনিক সম্পাদকরা আলাদা তথ্য উপস্থাপন করবেন। তাছাড়া বিভিন্ন সংস্থার রিপোর্টও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে। সতর্কতার সঙ্গে উপজেলায় মনোনয়ন দেওয়া হবে। নির্বাচনী এলাকা এমপিদের পক্ষে যাতে না যেতে পারে সেদিকেই থাকবে চোখ। এমপি-মন্ত্রীরা পছন্দ করলেই চলবে না, মাঠেও অবস্থান থাকতে হবে। নেতা-কর্মীদের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই গুরুত্ব দেওয়া হবে।

সর্বশেষ খবর