মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জনমতের ভিত্তিতে প্রকল্পকে অগ্রাধিকার দিতে হবে

নিজস্ব প্রতিবেদক

জনমতের ভিত্তিতে প্রকল্পকে অগ্রাধিকার দিতে হবে

মোবাশ্বের হোসেন

নগর বিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, সংখ্যাগরিষ্ঠ জনগণের স্বার্থ দেখে প্রকল্প হাতে নিতে হবে। নতুন প্রকল্প গ্রহণের সময় গণশুনানির ভিত্তিতে জনমত জরিপ করতে হবে। মেরামত চলাকালীন প্রকল্পগুলোর খরচের হিসাব স্বচ্ছভাবে উপস্থাপন করার পরামর্শ দেন তিনি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, প্রকল্প কোনটি আগে জরুরি সেটা জনগণ এবং দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা সাপেক্ষে গ্রহণ করতে হবে। যেমন ঢাকা শহরে এখন ফ্লাইওভার বানানোর প্রয়োজন ছিল না। কারণ মাত্র ৪ শতাংশ মানুষ ফ্লাইওভার দিয়ে যাতায়াত করছে। ফ্লাইওভার থেকে নামার মুখেই পড়তে হয় যানজটে। তাই সার্বিক সমস্যা এবং সম্ভাবনা বিশ্লেষণ করে প্রকল্প গ্রহণ করতে হবে। মোবাশ্বের হোসেন বলেন, মেরামত প্রকল্পগুলো দ্রুত শেষ করতে হবে। বর্ষা মৌসুমে মেরামতের কাজে জনদুর্ভোগ চরমে পৌঁছে। শুধু তাই নয়, প্রকল্পের হিসাবেও গরমিলের আশঙ্কা থেকে যায়। দুর্নীতি ঠেকাতে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে সঠিকভাবে মেরামত প্রকল্পের খরচ উপস্থাপন করতে হবে। প্রকল্পের খরচ, সমস্যা এবং সুবিধা জনগণের কাছে তুলে ধরলে তারা আশ্বস্ত হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারকে জনগণের আস্থার জায়গায় যেতে হবে।

সর্বশেষ খবর