বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

স্টেডিয়ামে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চান

নিজস্ব প্রতিবেদক

স্টেডিয়ামে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে প্রহসন ও ভোট ডাকাতির অভিযোগ এনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে স্টেডিয়ামে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলেই কেবল তারা সংলাপে যাবেন। তা না হলে নয়। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবদল কর্মী ফয়সাল হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ভাইস চেয়ারম্যান ও ড্যাব মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগের হামলার বিষয়গুলো জাতির সামনে উঠে আসছে। তবে তাদের (আওয়ামী লীগ) লজ্জা-শরম বলতে কিছু  নেই। তারা মহাবিজয়ের কথা বলছে। অথচ মহাবিজয়ে সারা দেশের মানুষের মুখে কোনো হাসি নেই। মির্জা আলমগীর বলেন, ভোট জালিয়াতির বিজয়ে লজ্জা না পেয়ে আওয়ামী লীগ উল্টোভাবে মহাবিজয় পালন করছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ জাতির সঙ্গে যে ভয়াবহ প্রতারণা ও মিথ্যাচার করেছে, জাতিকে বঞ্চিত করেছে এটার জন্য তারা যেন স্টেডিয়ামে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চান। ভোট কারচুপির জন্য ক্ষমতাসীনদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তারপর দল, মত নির্বশেষে বিষয়টি নিয়ে আলোচনা হবে। অন্য দলের সঙ্গে আলোচনা করার পর হয়তো একটা পথ তৈরি হবে।

সর্বশেষ খবর