বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান

নিজস্ব প্রতিবেদক

টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম নিয়ে টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, এটা সঠিক রিপোর্ট নয়। ভোটের দিন গণমাধ্যম, নির্বাচনী কর্মকর্তা, নির্বাহী-বিচারিক হাকিম ও আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা কারও কাছ থেকে অনিয়মের কোনো তথ্য না পাওয়ায় টিআইবি প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন বলে উল্লেখ করেন তিনি। গতকাল বিকালে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। ভোটের অনিয়ম নিয়ে মঙ্গলবার গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। দুর্নীতিবিরোধী সংস্থাটি ৫০টি আসনের মধ্যে অন্তত ৪১টি আসনে  কোনো না কোনো অনিয়ম হয়েছে বলে প্রতিবেদনে জানায়। সেই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে সংস্থাটি। টিআইবির প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে সিইসি কে এম নূরুল হুদা বলেন, তাদের প্রতিবেদন পুরোপুরি প্রত্যাখ্যান করছি। কারণ, তারা (টিআইবি) অনিয়মের অভিযোগ তুললেও সেদিন গণমাধ্যম ও নির্বাচনের মাঠে থাকা ভোটগ্রহণ কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো ধরনের অনিয়ম হয়েছে বলে তথ্য পাইনি আমরা। এ জন্য টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করছি। ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত বলেও মন্তব্য করে টিআইবি। এ বিষয়ে টিআইবির বক্তব্য অসৌজন্যমূলক বলে মন্তব্য করেন। তবে টিআইবির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার বিষয়েও উদ্যোগী হবেন না বলে জানান সিইসি। ‘এটা অসৌজন্যমূলক বক্তব্য; তাদের এভাবে কথাগুলো বলা ঠিক হয়নি। আমরা এ নিয়ে কোনো ব্যবস্থা নেব না বলেন কে এম নূরুল হুদা।

সর্বশেষ খবর