রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

লালমোহনে আগুনে পুড়িয়ে দুজন হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভোলার লালমোহন উপজেলার চরভূতা এলাকায় ঘরে আগুন দিয়ে দুজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় দগ্ধ একজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ হয়ে মারা যাওয়া দুজন হলেন নববধূ সুরমা বেগম (২৫) এবং তার ভাতিজি খাদিজা আক্তার (১৫)। শুক্রবার রাত দেড়টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। এই হত্যাকা-ের জন্য সুরমার স্বামী মো. রফিককে সন্দেহ করছে পুলিশ। তবে গতকাল দুপুর পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। দগ্ধ হয়ে শেরেবাংলা মেডিকেলে ভর্তি অপরজন হলেন সুরমার বড় বোন আংকুরা বেগম। সুরমার পারিবারিক সূত্রে জানা যায়, বোরহানউদ্দিনের মো. রফিকের সঙ্গে চার মাস আগে লালমোহনের চরভূতা গ্রামের সুরমা বেগমের বিয়ে হয়। বিয়ের পরপরই সুরমাকে রফিক পাঠিয়ে দেয়। দীর্ঘ সময় পার হলেও রফিক তার স্ত্রীর খোঁজখবর না নেওয়ায় এবং ভরণপোষণ না দেওয়ায় সুরমার বাবা স্থানীয় একটি এনজিওতে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ওই এনজিও রফিককে ডেকে জিজ্ঞাসাবাদ করে। এতে ক্ষুব্ধ হয়ে রফিক শুক্রবার রাতে আগুন দিয়ে এই হত্যাকা- ঘটান বলে অভিযোগ করেছে সুরমার পরিবার। এদিকে অগ্নিসংযোগের পরপরই ঘটনাস্থলে সুরমার মৃত্যু হয়। স্থানীয়রা অপর দুই দগ্ধকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেলে প্রেরণ করেন। গতকাল বেলা ১২টার দিকে হাসপাতালে ভর্তির পরপরই আংকুরার মেয়ে খাদিজার মৃত্যু হয়। আংকুরার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেরেবাংলা মেডিকেলের বার্ন ইউনিটের সিনিয়র কনসালটেন্ট ডা. এম এ আজাদ সজল। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির বলেন, অগ্নিসংযোগ করে দুজনকে পুড়িয়ে হত্যা এবং একজনকে দগ্ধ করার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সর্বশেষ খবর