রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দূতাবাসকে হতে হবে শ্রমিকবান্ধব

নিজস্ব প্রতিবেদক

দূতাবাসকে হতে হবে শ্রমিকবান্ধব

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোকে শ্রমিকবান্ধব হতে হবে। সেগুলো ২৪ ঘণ্টাই খোলা রাখতে হবে। গতকাল জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে এক ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে পারে শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি অংশগ্রহণ করে। এম এ মান্নান বলেন, আমি জানি বিদেশে আমার শ্রমিকরা খুব সহজে দূতাবাসের সহায়তা পান না। এটা বন্ধ হতে হবে। আমি বলছি, দূতাবাসগুলো ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। শ্রমিকবান্ধব কর্মকর্তাদের দূতাবাসে নিয়োগ দিতে হবে। শ্রমবাজার ও রপ্তানি উন্নয়নে প্রধান ভূমিকাও পালন করতে হবে দূতাবাসগুলোকে। মন্ত্রী আরও বলেন, সৌদি আরবে আমার নারীকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এটা খুবই অমানবিক, এ বিষয়ে শুনলেও চরম খারাপ লাগে। তাই সৌদি আরবে নারীকর্মী পাঠানোর বিষয়ে ভাবার সময় এসেছে। আমাদের শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

সর্বশেষ খবর