সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রিট নিষ্পত্তিতে সময় বেঁধে দিতে হবে

খোন্দকার ইব্রাহীম খালেদ

নিজস্ব প্রতিবেদক

রিট নিষ্পত্তিতে সময় বেঁধে দিতে হবে

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন, ব্যাংকিং খাতের খেলাপি ঋণ কমাতে হলে এ-সংক্রান্ত রিট নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিতে হবে এবং বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তা নিষ্পত্তি করতে হবে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বৃহৎ ঋণখেলাপিদের ধরতে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে সব ধরনের প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে। এর জন্য প্রয়োজনে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করতে হবে। খেলাপি ঋণ আদায়ে নতুন অর্থমন্ত্রী লিগ্যাল অ্যাকশন টিম গঠনসহ অন্য যেসব নির্দেশনা দিয়েছেন সেগুলোকে স্বাগত জানিয়েছেন এই অর্থনীতিবিদ। শনিবার বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখন অর্থ মন্ত্রণালয়ের উচিত বড় বড় ঋণখেলাপির সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকে বসে আলোচনা করা। এর মাধ্যমেই সমাধান বেরিয়ে আসবে। অন্যদিকে এ-সংক্রান্ত রিট আবেদন নিষ্পত্তির জন্য সময়সীমা বেঁধে দিয়ে তা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করা বাধ্যতামূলক করতে হবে। কেননা ব্যাংকের টাকা মানেই জনগণের টাকা। এ টাকার মূল মালিক জনগণ। ফলে জনগণের টাকা যেন কেউ আত্মসাৎ করতে না পারে সে ব্যবস্থা চালু করতে হবে। ব্যাংক কর্মকর্তাদেরও নিজেদের দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। সব ধরনের ঋণপ্রস্তাব অধিক যাচাই-বাচাই করতে হবে। সর্বোপরি ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। সরকার তথা সরকারের মন্ত্রী হিসেবে নতুন অর্থমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন সেগুলো তো এক ধরনের কমিটমেন্ট। এখন সেগুলো বাস্তবায়ন করাটাই বড় কথা। আমরা আশা করব তার দেওয়া সব ধরনের কমিটমেন্টই বাস্তবায়িত হবে।

সর্বশেষ খবর