সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নির্বাচন সুষ্ঠু না হলে ফখরুল জিতলেন কীভাবে : কাদের

নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠু নির্বাচন না হওয়ার অভিযোগ সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি নেতা মির্জা ফখরুল জিতলেন কীভাবে?

তিনি গতকাল রাজধানীর মহাখালীতে সেতু ভবনে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি এ ধরনের অভিযোগ উত্থাপনকারীদের কঠোর সমালোচনা করেন। একইসঙ্গে ‘নির্বাচন নিখুঁত হয়নি’ বলে জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘একেবারে নিখুঁত’ নির্বাচন বিশ্বের কোথাও হয় না। উল্লেখ্য, গত শুক্রবার জাতিসংঘ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব অ্যান্থোনিও গুতেরেস বলেন, বাংলাদেশে নির্বাচন ‘পারফেক্ট’ হয়নি। জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘ বলছে, নির্বাচনটা পারফেক্ট ছিল না, নিখুঁত ছিল না। আমি বলছি, নিখুঁতভাবে কোন দেশে নির্বাচন হয়েছে? কে বলতে পারবে আমার নির্বাচনটা একেবারে নিখুঁত!’ এছাড়া পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি শতকরা ৬৩ শতাংশ সম্পন্ন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের দক্ষিণাঞ্চলের মানুষের বহুপ্রতীক্ষিত পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে বছর দুয়েক আগে। মাওয়া ও জাজিরা প্রান্তে হাজার হাজার শ্রমিকের পরিশ্রমে সমানতালে এগিয়ে যাচ্ছে কাজ। এ পর্যন্ত মূল সেতুর কাজের অগ্রগতি হয়েছে শতকরা ৭৩ শতাংশ ও নদীশাসন হয়েছে ৫০ শতাংশ। সব মিলিয়ে সার্বিক অগ্রগতি ৬৩ শতাংশ। তিনি বলেন, ২৬১টি পাইলের মধ্যে ১৯১টির কাজ সম্পাদিত। ১৫টি পাইলের আংশিক কাজ শেষ হয়েছে। মোট পিআর হচ্ছে ৪২টি। এর মধ্যে ১৬টির কাজ সম্পন্ন হয়েছে, ১৫টির কাজ চলমান। স্প্যান হচ্ছে ৪১টি। ৬টি স্প্যান স্থাপন করা হয়েছে এরই মধ্যে। এখন ৯০০ মিটার পদ্মা সেতু দৃশ্যমান। জানুয়ারির শেষ দিকে জাজিরা প্রান্তে আরেকটি স্প্যান স্থাপনের প্রক্রিয়া এগিয়ে চলেছে। সেতুমন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছর দেশের বিভিন্ন স্থানে মেগা প্রকল্পগুলো যথাযথভাবে শেষ করাই হবে এ মন্ত্রণালয়ের মূল চ্যালেঞ্জ। তাই প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের ধীরগতি, গাফিলতি বা দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, এটা আমাদের থাকতে হবে। এ ব্যাপারে কোনোরকম শৈথিল্য, দুর্বলতা সহ্য করা হবে না।’ আগামীতে যমুনা নদীর তলদেশেও টানেল নির্মাণ করা হবে বলে জানান ওবায়দুল কাদের।

সর্বশেষ খবর