সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নির্বাচনে দেশবাসী ভোটাধিকার বঞ্চিত

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে দেশবাসী ভোটাধিকার বঞ্চিত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন,  এই সরকার লজ্জাহীন। শ্রমিক ও সাধারণ মানুষের অন্ন হরণকারী। গত নির্বাচনে দেশবাসী ভোটাধিকার বঞ্চিত হয়েছে। ভুয়া ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হন, তারা ভুয়া প্রতিনিধি। এই ভুয়া প্রতিনিধিদের হাত থেকে দেশ উদ্ধার করতে হবে। একই সঙ্গে রুটি-রুজির সংগ্রাম চালাতে হবে। ভোট ও  ভাতের লড়াই ঠিকমতো না করতে পারলে লুটেরা ধনিক শ্রেণি তাদের স্বার্থে বোমা হামলা চালাবে। প্রগতিশীল আন্দোলনগুলোকে আঘাত করবে। গুম-খুন-হত্যা অব্যাহত থাকবে। গতকাল রাজধানীর মুক্তি ভবনের সামনে ২০০১ সালের মহাসমাবেশে বোমা হত্যাকা-ের ১৮তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সে বছর ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির মহাসমাবেশে সংঘটিত বোমা হামলায় সিপিবি নেতা হিমাংশু মন্ডল, আবদুল মজিদ, শ্রমিক নেতা আবুল হাসেম ও মোক্তার হোসেন ঘটনাস্থলে নিহত হন। গতকাল সমাবেশের আগে শহীদদের স্মরণে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। শহীদ স্মরণে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মো. শাহ আলমসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরিফুজ্জামান শরিফ। সমাবশে বক্তারা বলেন, মেহনতি মানুষের শ্রমের মূল্য লুটকারীদের রক্ষা করছে সরকার। এই সরকার জনগণ চায় না, চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হয় কিন্তু শ্রমিকের শ্রমের মূল্য ও কৃষকের ধানের মূল্য বৃদ্ধি পায় না। হত্যাকারী ও এর নেপথ্যের ষড়যন্ত্রকারীদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বাম নেতারা বলেন, ২০ জানুয়ারির হত্যাকান্ডের বিচার না হওয়ায় হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হয়নি। এ সময় বক্তারা দুর্নীতি, লুটপাট, সাম্প্রদায়িকতাকে পরাজিত করে গণতন্ত্র ও শোষণমুক্ত সমাজ সমাজতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার অঙ্গীকার করেন।

সর্বশেষ খবর