বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কী হচ্ছে ইয়াবা সাম্রাজ্যে

আত্মসমর্পণকারীরা এখন হেফাজতে, বদি বললেন একটু সময় দিন

নিজামুল হক বিপুল, টেকনাফ থেকে

কী হচ্ছে ইয়াবা সাম্রাজ্যে

ইয়াবা কারবারিদের আত্মসমর্পণ নিয়ে এখন তুমুল আলোচনা চলছে ‘ইয়াবা সাম্রাজ্য’ টেকনাফের সর্বত্র। কৌতুক আর কৌতূহল এখানে-ওখানে। যেমন : কী প্রক্রিয়ায় হবে এই আত্মসমর্পণ। কারা আত্মসমর্পণ করবে। যারা আত্মসমর্পণ করবে এখন তারা কোথায়। স্থানীয়রা বলছেন, পুরো প্রক্রিয়া নিয়েই চলছে একধরনের লুকোচুরি। ওদের আত্মসমর্পণ প্রক্রিয়া নিয়ে অন্ধকারে রয়েছেন তারা। স্থানীয়দের ভাষ্য হচ্ছে, এটা ইয়াবার বড় কারবারিদের জীবন রক্ষার সাময়িক কৌশল মাত্র। তারা বন্দুকযুদ্ধের হাত থেকে বাঁচার মতলবে নিজেরাই একটা পথ তৈরি করেছে। আর যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ইতিমধ্যে বন্দুকযুদ্ধে মারা গেছে তাদের পরিবার আবার এই ‘ধরা দেওয়ার’ ঘোর বিরোধী। অবশ্য টেকনাফের পুলিশ বলছে, প্রক্রিয়াটা খুবই সোজা। যারা আত্মসমর্পণ করবে তারা ইতিমধ্যে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা আদালতে মোকাবিলা করার সুযোগ পাবে। তাদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলাও হবে না। আর যারা আত্মসমর্পণ করবে না তাদের বিরুদ্ধে অভিযান চলবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা টেকনাফের ইয়াবা ব্যবসায়ীদের বিশাল তালিকার মধ্যে খুবই ক্ষুদ্র একটা অংশ এখন পর্যন্ত আত্মসমর্পণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হতে পেরেছে। বিরাট অংশ এখনো আত্মগোপনে। যার মধ্যে রয়েছে তালিকার প্রথম সারির ইয়াবা ব্যবসায়ীরা। তারা আদৌ আত্মসমর্পণ করবে কিনা, কেউ কোনো ধারণা দিতে পারছে না। টেকনাফের বিভিন্ন এলাকা দুই দিন ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইয়াবা ব্যবসায়ীরা ধরা দেওয়ার কৌশল নিয়েছেন গত কয়েক দিন ধরে। চলতি মাসের শুরুর দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এনামুল হক প্রথম আত্মসমর্পণের প্রস্তাব তুলে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। এর পরপরই তিনি টেকনাফ ছেড়ে কক্সবাজার চলে যান। স্থানীয় সূত্রগুলো বলছেন, তিনিও কক্সবাজারে পুলিশের হেফাজতেই আছেন। সূত্র জানান, এনাম মেম্বারের আত্মসমর্পণ ঘটনার পর তৎপর হয়ে ওঠেন আবদুর রহমান বদি।  গত সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর এলাকায় ফিরে টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি নিজের বাড়িতে এক সমাবেশে ইয়াবা কারবারিরা আত্মসমর্পণ করবে বলে ঘোষণা দেন। বদির ঘোষণার পরপরই তার অনুসারী এবং আত্মীয়স্বজনরা তার মাধ্যমে আত্মসমর্পণ করার জন্য জড়ো হন। এরপর বদির তত্ত্বাবধানেই আত্মসমর্পণের জন্য জড়ো হওয়াদের পাঠিয়ে দেওয়া হয় কক্সবাজার জেলা শহরে পুলিশ লাইনসে। তার ওই প্রক্রিয়ার পরই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। এনামুলের পথ অনুসরণ করে আরও কয়েকজন একই পথে পা বাড়ান। এখন যারা আত্মসমর্পণ করছেন তারা সাবেক সংসদ সদস্য বদির মাধ্যমে আত্মসমর্পণ করছেন বলে জানা গেছে। যার ফলে নতুন করে যারাই আত্মসমর্পণের তালিকায় নিজেদের নাম লিখিয়েছেন তারা বদির মাধ্যমেই যাচ্ছেন। বদিকে এড়িয়ে কেউ আত্মসমর্পণ প্রক্রিয়ায় যেতে পারছেন না। স্থানীয়রা বলছেন, বদি তার আত্মীয়স্বজন ও অনুসারীদের রক্ষা করার জন্য এই আত্মসমর্পণ প্রক্রিয়াটাকে নিজের নিয়ন্ত্রণে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ বিভিন্ন সংস্থার তৈরি টেকনাফের ইয়াবা ব্যবসায়ীর তালিকায় বদির নাম থাকলেও তিনি নিজে আত্মসমর্পণ করবেন কিনা তা কেউ নিশ্চিত করে জানাতে পারেননি। আর তার আপন ছোট ভাই টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মৌলভী মুজিবুর রহমান শীর্ষ ইয়াবা ব্যবসায়ী হলেও এবং তার নাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকার শীর্ষে থাকার পরও তিনি আত্মসমর্পণ করতে যাননি। শোনা যাচ্ছে, তিনি নিজের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ঢাকায় দৌড়ঝাঁপ করছেন। যদিও বদির অন্য ভাই ও আত্মীয়স্বজনদের বেশ কয়েকজন ইতিমধ্যে আত্মসমর্পণের জন্য কক্সবাজার পুলিশ লাইনসে রয়েছেন। ইয়াবা ব্যবসায়ীদের কারা কারা আত্মসমর্পণ করছেন, তিনি নিজে করছেন কিনা- এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজারে অবস্থানরত আবদুর রহমান বদি গতকাল দুপুরে মোবাইল ফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘অপেক্ষা করুন, একটু সময় দিন সবই দেখতে পাবেন। সবই দৃশ্যমান হবে। অনেক প্রশ্নের জবাব পাবেন।’

ওরা এখন হেফাজতে : এদিকে যারা আত্মসমর্পণ করার জন্য বাড়ি ছেড়েছেন তাদের বর্তমান অবস্থান নিয়েও নানান প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, যারা আত্মসমর্পণ করার জন্য গত কয়েকদিনে বাড়ি থেকে বের হয়েছেন তারা সবাই কক্সবাজার জেলা সদরে পুলিশ লাইনসে অবস্থান করছেন। তাদের আত্মীয়স্বজনরা নিয়মিত কক্সবাজার গিয়ে তাদের সঙ্গে দেখা করছেন। খাবার দিচ্ছেন। জানা গেছে, এ পর্যন্ত টেকনাফের ৬০ জনের বেশি ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণের জন্য কক্সবাজার পুলিশ লাইনসে গিয়েছেন। তাদের প্রত্যেকেই ইয়াবার বড় ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত। টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া গ্রামের আবদুর রহমান এখন পুলিশ হেফাজতে কক্সবাজার পুলিশ লাইনসে আছেন। তার এক ভাই জিয়াউর রহমান গত বছর নভেম্বরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। পুলিশ জিয়ার বাড়িও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। আবদুর রহমানের বাবা মো. ইসলাম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বড় ছেলের মৃত্যুর পর তিনি দ্বিতীয় ছেলেকে বাঁচাতে আত্মসমর্পণের জন্য পুলিশের হাতে তুলে দিয়েছেন। ১২ জানুয়ারি তিনি ও তার স্ত্রী ছেলেকে কক্সবাজার পুলিশ লাইনসে রেখে এসেছেন। ইতিমধ্যে দুই দিন সেখানে গিয়ে ছেলের সঙ্গে দেখাও করেছেন। ইসলাম জানান, তার ছেলেসহ যারা আত্মসমর্পণ করতে পুলিশ লাইনসে গেছেন তারা সবাই ভালো আছেন। তিনি দেখেছেন একটি বড় কামরায় ২৫-৩০ জন। তাদের খাবার দেওয়া হচ্ছে। তারা ফ্লোরে বিছানা পেতে ঘুমাচ্ছেন। প্রায় প্রতিদিনই স্বজনরা গিয়ে তাদের সঙ্গে দেখা করছেন। তার মতে, প্রায় ৬০ জনের মতো ইয়াবা ব্যবসায়ী কক্সবাজার পুলিশ লাইনসে আছেন। আরেক স্বজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্রসফায়ার থেকে নিজেকে রক্ষা করতে তার ভাই আত্মসমর্পণ করেছেন। তিনিও এখন পুলিশ লাইনসে আছেন। তিনি বলেন, পুলিশ তাদের জানিয়েছে, খুব শিগগির স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে তাদের আত্মসমর্পণ করানো হবে। তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

পুলিশ যা বলছে : কক্সবাজার জেলায় ১ হাজার ১৫১ জন ইয়াবা ব্যবসায়ীর যে তালিকা রয়েছে তাতে শুধু টেকনাফেরই প্রায় ৯০০ জন। এর মধ্যে গত বছরের ৪ মে থেকে মাদকের বিরুদ্ধে শুরু হওয়া অভিযানে কক্সবাজার জেলায় যে ৩৯ জন বন্দুকযুদ্ধে বা ক্রসফায়ারে মারা গেছেন তার মধ্যে ৩৭ জনই হচ্ছেন টেকনাফের ছোট-বড় ইয়াবা কারবারি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই মাদকবিরোধী অভিযানের মধ্যেই শুরু হয়েছে আত্মসমর্পণ প্রক্রিয়া। তবে স্থানীয় পুলিশ বলছে, আত্মসমর্পণের বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তারা সরকারের উচ্চ পর্যায় থেকেও এ ব্যাপারে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো নির্দেশনা পাননি। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ মঙ্গলবার রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘শুনেছি ইয়াবা কারবারিদের কেউ কেউ আত্মসমর্পণের চেষ্টা করছেন। কিন্তু তারা কোথায়, কার হেফাজতে আছেন তা আমার জানা নেই।’ কক্সবাজার পুলিশ লাইনসে থাকার কথাও ঠিক নয় বলে জানান তিনি। ওসি বলেন, তারা একসঙ্গে ১০০-১৫০ জন আত্মসমর্পণ করতে পারেন বলে শোনা যাচ্ছে। ওসি বলেন, কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় এবং ভবিষ্যতে আর কখনো ওই খারাপ কাজে জড়াবে না বলে অঙ্গীকার করে তা তো খারাপ কিছু নয়।

ধরা দিতে প্রস্তুত যারা : আত্মসমর্পণের ডাকে সাড়া দিয়ে যারা পুলিশ হেফাজতে গিয়েছেন তাদের অনেকের নাম জানা গেছে। এরা প্রায় প্রত্যেকেই পাঁচ থেকে সাতটি মামলার আসামি। কারও কারও বিরুদ্ধে মামলার সংখ্যা আরও বেশি। এর মধ্যে রয়েছেন- সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার এনামুল হক, টেকনাফ পৌরসভার কাউন্সিলর নুরুল বশর নুরশাদ, নারী কাউন্সিলর কহিনুরের স্বামী শাহ আলম, সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য মোয়াজ্জেন হোসেন ও রেজাউল করিম, সাবেক সদস্য আবদুর রহমান বদির ভাই আবদুল আমিন, মো. শফিক, মো. ফায়সাল, চাচাতো ভাই জালিয়াপাড়ার মো. আলম, খালাতো ভাই মং মং সিং, ফুফাতো ভাই কুড়ালপাড়ার কামরুল ইসলাম রাসেল, ভাগনে সাবরাংয়ের সাহেদুজ্জামান নিপু, বদির বেয়াই সদর ইউনিয়নের নাজিরপাড়ার জামাল হোসেন, বেয়াই সাবেক মেম্বার নাজিরপাড়ার সৈয়দ হোসেন, আরেক বেয়াই সাবরাংয়ের শাহেদ কামাল, ফল্লানপাড়ার ছলিম, গোদার বিলের জিয়া, নাজিরপাড়ার রফিক, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদের ছেলে দিদার, ভাইপো সিরাজ, হ্নীলার আবদুল্লাহ, ছৈয়দ আহমদ, হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হুদা, জামাল হোসেন ও তার ছেলে শাহ আজম, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দুই ভাই জিয়াউর রহমান ও আবদুর রহমান।

সর্বশেষ খবর