সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নকল তারের কারখানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সিদ্দিকবাজারে নকল ও নিম্নমানের বৈদ্যুতিক তার তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৩ ও বিএসটিআই। গতকাল দুপুরে সেখানে অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকা মূল্যের তার জব্দ করে বিএসটিআই ও র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচটি কারখানা সিলগালা করে দেওয়া হয়। বিএসটিআই ফিল্ড অফিসার মো. শরিফ হোসেন বলেন, বহুতল ভবন ভাড়া নিয়ে ৫ম তলায় কারখানা ও অন্যান্য তলায় গোডাউন হিসেবে ব্যবহার করত কারখানা মালিক। দেশি-বিদেশি কোম্পানির নাম ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে নিম্নমানের তার উৎপাদন এবং বাজারজাত করা হতো। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, জড়িত সন্দেহে ১৮ জনকে আটক করা হয়েছে। পরে তারা অপরাধ স্বীকার করলে প্রত্যেককে ২ বছর করে কারাদ- দেওয়া হয়েছে। এ ছাড়াও পাঁচটি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। র‌্যাব-৩ সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন মাস ধরে এই প্রতিষ্ঠানগুলোকে নজরদারি করার পর অভিযান চালানো হয়। বাজারে থাকা দেশি কয়েকটি ব্র্যান্ডের তার নকল করছিল প্রতিষ্ঠানগুলো। এসব তার ব্যবহার করায় শর্টসার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা থাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর