সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি নয়

--------- অধ্যাপক এস এম এ ফায়েজ

নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি নয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, বিএনপিকে তৃণমূলে নজর দিতে হবে। যেসব নেতা-কর্মী মামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে। দলে এই মুহূর্তে কোনোভাবেই ভুল বোঝাবুঝি তৈরি করা যাবে না। সার্বিক বিবেচনা করে বিএনপিকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও বলেন, বিএনপি নেতারা নিজেদের মধ্যে আলোচনা করে যে সিদ্ধান্ত নেবেন সেটাকে সঠিক ভেবেই নেতা-কর্মীদের আস্থা রাখতে হবে। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির মাত্র কয়েকজন প্রার্থী জয়লাভ করেছেন। এখনো সংসদে যাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এজন্য বিএনপিকে এখন দল গোছানোর কাজে মনোনিবেশ করতে হবে। এটার শুরু হবে তৃণমূল থেকে। ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের সহযোগিতা করতে বিএনপি যেন এতটুকু পিছপা না হয় সেটাই প্রত্যাশা করব। নিজেদের মধ্যে বেশি বেশি আলোচনা করতে হবে। সিদ্ধান্তগুলোকে নেতা-কর্মীদের কাছে পরিষ্কার করতে হবে। কোনো ধোঁয়াশা রাখা যাবে না। প্রয়োজনে সরকার কিংবা সরকারের বাইরেও সংলাপে যাওয়া যেতে পারে।

ডাকসু নির্বাচনের বিষয়ে সাবেক এই উপাচার্য বলেন, ডাকসু নির্বাচন গণতান্ত্রিক ধারার বিকাশে সহায়ক হিসেবে কাজ করে। কিন্তু হলগুলোতে শিক্ষার্থীরা যেন দল-মত নির্বিশেষে অবস্থান করতে পারে এবং রাজনৈতিক কাজ পরিচালনা করতে পারে সে নিশ্চয়তা হল কর্তৃপক্ষকে দিতে হবে। সার্বিক পরিবেশে সহাবস্থান নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। সরকার কিংবা বিরোধী দল এসব বিষয় উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবেন। ছাত্ররা যেন তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে তাও আগে নিশ্চিত করতে হবে।

সর্বশেষ খবর