সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
বাসে পেট্রলবোমা মামলা

খালেদা জিয়ার জামিন বাড়ল

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।

খালেদার পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সঙ্গে ছিলেন এহসানুর রহমান। আদালতের আদেশের পর এহসানুর রহমান জানান, মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত এ মামলায় খালেদা জিয়া জামিনে থাকবেন। এর আগে গত বছরের ১৭ জুলাই এ মামলায় হাই কোর্টে জামিনের আবেদন করেন খালেদা জিয়া। ৬ আগস্ট তাকে ছয় মাসের জামিন দেয় হাই কোর্ট। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামে একটি বাসে পেট্রল বোমা  ছোড়ে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানা পুলিশ বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলায় খালেদা জিয়াও আসামি। ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। সেদিন থেকে তিনি কারাগারে রয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর