সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কালক্ষেপণ না করে দ্রুত রাকসু নির্বাচন দিন

জয়শ্রী ভাদুড়ী

কালক্ষেপণ না করে দ্রুত রাকসু নির্বাচন দিন

ফজলে হোসেন বাদশা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা হলেও রাকসু নির্বাচনের এখনো কোনো অগ্রগতি নেই। কালক্ষেপণ না করে দ্রুত বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম এই বিশ্ববিদ্যালয়ে  ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এ জন্য ছাত্র উপদেষ্টার নেতৃত্বে কমিটি করে আচরণ বিধি তৈরির কাজ এগিয়ে নিতে প্রশাসনকে গতিশীল করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, রাকসু নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক ধারা বিকশিত হয়। তরুণ নেতৃত্ব তৈরি করতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। দুই যুগেরও বেশি সময় ধরে বন্ধ থাকা রাকসুকে সচল করার এটাই সময়। নির্বাচনের জন্য যে পরিবেশ এবং সহাবস্থান জরুরি তার সব কিছুই এখন রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আর সময় নষ্ট না করে দ্রুত উদ্যোগ নিতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার নেতৃত্বে প্রথমে কমিটি গঠন করতে হবে। এরপর আচরণ বিধি তৈরির মধ্য দিয়ে নির্বাচনের পুরো পক্রিয়া এগিয়ে নিতে হবে। এরসঙ্গে সতর্কভাবে শিবিরের জন্য রাকসু নির্বাচনের দুয়ার চিরতরে বন্ধ করার দায়িত্ব নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের। নতুন মন্ত্রিসভা সম্পর্কে মূল্যায়ন জানতে চাইলে ১৪ দলের শরিক দল ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, আমি এই মন্ত্রিসভাকে ইতিবাচকভাবেই দেখছি। নতুন মুখের প্রাধান্য বেশি দেওয়া হয়েছে। তবে রাজনৈতিকভাবে অভিজ্ঞ আরও কিছু মানুষ রাখলে হয়তো আরও গতিশীল হতো। মন্ত্রীদের জন্য সফলভাবে দায়িত্ব পালন করাটাই চ্যালেঞ্জ। রাজশাহী-২ আসন থেকে এ নিয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফজলে হোসেন বাদশা। রাজশাহীর উন্নয়নে কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, শিক্ষা নগরী হিসেবে পরিচিত রাজশাহী। কিন্তু কর্মসংস্থান সংকট থেকেই গেছে। তাই কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিসিক শিল্প এলাকাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেব। এ ছাড়া ‘বঙ্গবন্ধু সিলিকন সিটিতে’ হাজারো তরুণ উদ্যোক্তা তৈরি হবে এবং এখানে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

সর্বশেষ খবর