সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মেয়র পদে মনোনয়নপত্র নিলেন আতিক

নিজস্ব প্রতিবেদক

মেয়র পদে মনোনয়নপত্র নিলেন আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র নিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। তার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মিজানুর রহমান গতকাল আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) গিয়ে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মো. আবুল কাসেমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলাম আমরা। কাল বিকাল ৩টায় মনোনয়নপত্র জমা দেওয়া হবে। প্রার্থী স্বয়ং উপস্থিত থাকবেন। এ ছাড়া গতকাল মেয়র পদে মনোয়নপত্র সংগ্রহ করেছেন ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান। এর আগে ২০১৮ সালে ঘোষিত তফসিলে মেয়র পদে ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আজ মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করবেন কমিউনিস্ট পার্টির ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী ডা. আহমেদ সাজেদুল হক রুবেল। ক্ষমতাসীন আওয়ামী লীগ উত্তরের মেয়র পদে পোশাক ব্যবসায়ী আতিকুল ইসলামকেই প্রার্থী করেছে। অন্যদিকে বিএনপি জানিয়েছে, তারা এ নির্বাচনে অংশ নেবে না। কিন্তু সীমানা জটিলতায় আদালতের আদেশে ওই তফসিল স্থগিত হয়ে গেলে নির্বাচন পিছিয়ে যায় এবং নির্বাচন কমিশন গত ২২ জানুয়ারি নতুন করে তফসিল ঘোষণা করে। এ তফসিল অনুযায়ী, ঢাকা উত্তরের মেয়র পদের উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের ৩৬টি সম্প্রসারিত ওয়ার্ডের সাধারণ এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন হবে ২৮ ফেব্রুয়ারি। তার আগে ৩০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

মেয়র প্রার্থীর জামানত ১ লাখ টাকা : ভোটার সংখ্যা অনুপাতে মেয়র প্রার্থীদের জামানত নির্ধারণ করা হয় সিটি নির্বাচনে। নির্বাচনী এলাকার ৫ লাখের বেশি ভোটার থাকলে ২০ হাজার টাকা, ১০ লাখের বেশি ভোটার হলে ৩০ হাজার টাকা, ১০-২০ লাখ ভোটারের জন্য ৫০ হাজার টাকা এবং ২০ লাখের বেশি ভোটার হলে ১ লাখ টাকা জামানত ধরা হয়। ইসি কর্মকর্তারা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার সংখ্যা যেহেতু ২০ লাখের বেশি, সেহেতু মেয়র প্রার্থী হতে জামানত হিসেবে ১ লাখ টাকা জমা দিতে হবে।

সর্বশেষ খবর