সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

উন্নতি হয়েছে সন্ত্রাসবাদ হ্রাস সূচকে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

উন্নতি হয়েছে সন্ত্রাসবাদ হ্রাস সূচকে

পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী বলেছেন, সন্ত্রাসবাদ হ্রাস সূচকে বাংলাদেশের অবস্থানগত উন্নয়ন হয়েছে, এটা পুলিশের আন্তরিক প্রচেষ্টার উৎকৃষ্ট নিদর্শন। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ এক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। গতকাল বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় অনুষ্ঠিত ৩৬তম ক্যাডেট এসআই  ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, মামলার যথাযথ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা, অপরাধীকে বিচারের আওতায় আনা, মামলার বাদী, ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা প্রদানসহ অর্পিত দায়িত্ব নির্মোহভাবে পালন করতে হবে। জনগণকে আইনি সহায়তা দেওয়া, তথ্যের ভিত্তিতে ত্বরিত ব্যবস্থা নেওয়া, নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীসহ সব সেবাপ্রত্যাশী জনগণের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে। তিনি বলেন, নতুন প্রযুক্তির বিকাশ ও বিশ্বায়নের ফলে অপরাধের প্রকৃতি, মাত্রা ও অপরাধ সংগঠনের কৌশলে পরিবর্তন ঘটছে। পুলিশকেও তাই অপরাধ মোকাবেলা, কলাকৌশল প্রয়োগ এবং প্রযুক্তি ও লজিস্টিকস ব্যবহারে সক্ষমতা অর্জন করতে হচ্ছে। এর আগে আইজিপি ৩৬তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজে ৬৬ জন নারী অফিসারসহ এক হাজার ৩২৩ জন শিক্ষানবিস ক্যাডেট (এসআই) অংশগ্রহণ করেন। প্যারেড পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পাঁচজনকে পুরস্কার দেন। সেই সঙ্গে বেস্ট একাডেমিক ক্যাডেট হিসেবে ক্যাডেট (এসআই) রুবিনা ইয়াসমিনকে পদক প্রদান করেন। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ নাজিবুর রহমানসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর