শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঐক্যফ্রন্টের কেউ সংসদে যাবেন না, সংলাপ স্থগিত

স্টিয়ারিং কমিটিতে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা চক্রে যাচ্ছে না জাতীয় ঐক্যফ্রন্ট। একই সঙ্গে গণফোরামের নির্বাচিত দুই সংসদ সদস্যও শপথ নেবেন না। জাতীয় ঐক্যফ্রন্টের এক জরুরি বৈঠক শেষে ফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন এবং মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথভাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে দুই দিনের নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি’র প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ৩টা থেকে চারটা পর্যন্ত কালো ব্যাজ ধারণ। আগামী ২৪ ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষতিগ্রস্ত প্রার্থী ও ভুক্তভোগী নেতা-কর্মীদের গণশুনানি গ্রহণ। গতকাল বিকালে রাজধানীর মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, ড. রেজা কিবরিয়া, জগলুল হায়দার আফ্রিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর