শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আচরণবিধি ও গঠনতন্ত্রের ভিত্তিতেই ডাকসু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

আচরণবিধি ও গঠনতন্ত্রের ভিত্তিতেই ডাকসু নির্বাচন

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের সদিচ্ছা রয়েছে ডাকসু নির্বাচন সব মহলের কাছে গ্রহণযোগ্য করার। ডাকসুর গঠনতন্ত্র ও আচরণবিধি অনুমোদন হয়েছে। আমরা ওই দুটি দলিলকে সামনে রেখেই ডাকসু নির্বাচনের জন্য সব ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাব।’

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ প্রদান নয় বরং সবার জন্য সমান সুযোগ তৈরির মাধ্যমেই আমরা ডাকসু নির্বাচন সম্পন্ন করতে চাই। বর্তমান শিক্ষার্থীরাও ডাকসুর গুরুত্ব অনুধাবন করছে। আমরা ডাকসু নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছি। ঢাকা বিশ^বিদ্যালয় ভিন্নমত ও বিভিন্ন মহলের মতাদর্শকে সম্মান দেয়। আমরা সেই আদর্শ বাস্তবায়ন করতে চাই। হলের বাইরে ভোট কেন্দ্র স্থাপন বিষয়ে এখনো কিছু ছাত্র সংগঠন দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, এটি উপাচার্যের কোনো একক সিদ্ধান্ত নয়। সিন্ডেকেটের সিন্ধান্তে গঠনতন্ত্র এবং আচরণবিধি তৈরি হয়েছে। সেই অনুযায়ী ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে উপাচার্যের নিজস্ব কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।

সর্বশেষ খবর