রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সৃজনশীল প্রশ্নে সৃজনশীলতা থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক

সৃজনশীল প্রশ্নে সৃজনশীলতা থাকতে হবে

এহছানুল হক মিলন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সৃজনশীল প্রশ্ন সম্পর্কে শিক্ষার্থীদের পরিষ্কার ধারণা দিতে হলে শিক্ষকদের আগে বিষয়টি ভালোভাবে জানতে হবে। বাইরের নোট বই থেকে তুলে এনে দিলে সেটা সৃজনশীল প্রশ্ন হবে না। তাই সৃজনশীলতায় অভ্যস্ত হতে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের বিষয়ে জোর দেন তিনি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের ওপর থেকে পড়াশোনার চাপ কমিয়ে শিক্ষাকে আনন্দপূর্ণ করে তুলতে হবে। কোচিং, নোটবইনির্ভর শিক্ষার্থী তৈরি করা যাবে না। প্রয়োজনে শিক্ষকদের স্কুলে বেশি সময় দিতে হবে। ছাত্র-শিক্ষক সম্পর্কে বোঝাপড়া থাকতে হবে। শিক্ষার্থীরা যেন তাদের সমস্যার জায়গাগুলো শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে পারেন এ রকম সম্পর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের কাউন্সিলিং বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে। শিক্ষার্থীদের কোন বিষয়ে কতটুকু কাউন্সিলিং প্রয়োজন সেটাও শিক্ষকদের আত্মস্থ করতে হবে। ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বের সঙ্গে তাল মেলানোর উপযোগী করে শিক্ষার্থীদের তৈরি করতে হবে। প্রযুক্তিনির্ভর প্রশ্নফাঁস ঠেকাতে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। প্রয়োজনে পরীক্ষা কেন্দ্রগুলোতে জ্যামার বসাতে হবে। এর ফলে মোবাইল কাছে থাকলেও কেউ কোনো তথ্য বিনিময় করতে পারবে না। মহান পেশা শিক্ষকতার নীতি-নৈতিকতা ভুলে গেলে চলবে না। শিক্ষকদের ওপরেই নির্ভর করছে আগামী প্রজন্মের গড়ে ওঠার দায়িত্ব। তাই শিক্ষার বাতিঘর শিক্ষকদের তাদের মূল্যবোধ জাগ্রত করতে হবে।

 

সর্বশেষ খবর