সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আজই ফাইনালের লক্ষ্য মাশরাফিদের

ক্রীড়া প্রতিবেদক

আজই ফাইনালের লক্ষ্য মাশরাফিদের

প্রথম পর্বে ৬৩ এবং দ্বিতীয় পর্বে ৭২। রংপুর রাইডার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চলতি বিপিএলের দুই ম্যাচের ইনিংস। দুই ম্যাচেই আবার ৯ উইকেটের বড় জয় মাশরাফিদের। কুমিল্লার বিপক্ষে আজ প্রথম কোয়ালিফায়ার্সে নামার আগে রংপুরের পারফরম্যান্স। তামিম ইকবালের কুমিল্লার বিপক্ষে মাঠে নামার আগে ‘মি. এমপি’ মাশরাফি বিন মর্তুজার রংপুর আত্মবিশ্বাসে  টগবগ করছে। আজ জিতলেই টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনাল খেলবে রংপুর রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের অবশ্য আরও একটি সুযোগ থাকবে হেরে গেলেও। হেরে গেলেও সুযোগ থাকবে কুমিল্লারও। নিয়ম মেনে প্রথম কোয়ালিফায়ার্সের জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে ৮ ফেব্রুয়ারি এবং পরাজিত দল বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার্সে লড়াই করবে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটসের জয়ী দলের বিপক্ষে। আজ সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সর্বশেষ খবর