মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আমাদের জাতীয় কবিতা উৎসব

রবিউল হুসাইন

আমাদের জাতীয় কবিতা উৎসব

জাতীয় কবিতা পরিষদের সূচনা হয়েছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে। তখন আমাদের স্লোগান ছিল ‘শৃঙ্খল মুক্তির জন্য কবিতা’। সংগঠনটির শুরু থেকে জড়িত থাকতে পেরে আমি গর্বিত। দেশের নমস্য কবিরা সেদিন যে সম্মিলনের সূচনা করেছিলেন আজ তার মাত্রা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত। পয়লা বৈশাখ, বসন্ত উৎসব, নবান্ন উৎসবের মতো জাতীয় কবিতা উৎসব আমাদের জাতীয় জীবনে বিশেষ প্রভাব ফেলেছে। দেশের সব স্তরের সাংস্কৃতিক কর্মী, কবি, নাট্যকার, অভিনেতা, আবৃত্তিকার, সংগীতশিল্পী- সবাই এই অসাম্প্রদায়িক উৎসবে মিলিত হয়। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। তারা প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর আমাদের ব্যবহার করার সুযোগ দেন; তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। জাতীয় কবিতা উৎসবের সঙ্গে যারা সম্পৃক্ত তারা আন্তরিক-নিবেদিত হয়ে কাজ করে। প্রগতিশীল মুক্তবুদ্ধির মানুষকে শানিত করে। তরুণদের মনে জাগিয়ে তোলে দেশপ্রেম। স্বাধীনতাবিরোধীদের ঘৃণা করতে শেখায়। আমাদের মনে রাখা দরকার, হাজার বছর আমরা অন্য রাষ্ট্রের অধীনে শাসিত হয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠার পর স্বাধীনতার পরম শক্তি মানুষের কাছে পৌঁছেছে। কবিতার রয়েছে বিশেষ শক্তি। এটা মানবজাতির মাতৃভাষা, নিজের সঙ্গে নিজের বোঝাপড়া। কবিতা সর্বশ্রেষ্ঠ শিল্প। এর কোনো স্কুল হয় না। বরিস পাস্তেরনায়েক বলেছিলেন, কোনো খারাপ মানুষ কবি হতে পারে না। আসলে একজন কবি অত্যন্ত পবিত্র মানুষ। ৩৩ বছর আমাদের জাতীয় কবিতা উৎসব হচ্ছে। দেশি-বিদেশি বহু কবি, লেখক এতে অংশগ্রহণ করছেন। আমাদের উৎসব সম্পর্কে কেউ কেউ মন্তব্য করেন, বাংলাদেশ কবিতার দেশ। ফেব্র“য়ারি মাস, কবিতার মাস। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন সাহিত্যপ্রেমী মানুষ। তিনি সব সময় শিল্প, সাহিত্য, শিল্পী, খেলাধুলার পৃষ্ঠপোষকতা করেন। দেখুন, কিছুদিন আগে চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে তিনি সহযোগিতা করেছেন। অথচ তিনি ভিন্ন রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। এটাই আমাদের রাজনৈতিক ঐতিহ্য। আমি আর একটি কথা বলতে চাই, কবিদের জন্য একটি কবিতা ভবন সময়ের দাবি। পৃথিবীর অনেক দেশে কবিদের বিশেষ সম্মান দেওয়া হয়েছে। পাবলো নেরুদাকে রাষ্ট্রদূত বানানো হয়েছিল। নিশ্চয় আমাদের কবিদের আগামীতে আরও সম্মানিত করা হবে। আমরা পয়লা ফেব্রুয়ারি জাতীয় কবিতা দিবস ঘোষণার দাবি জানিয়েছি। কবিতা, সাহিত্য বিকাশের মাধ্যমে দেশ সমৃদ্ধ হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর