বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সব ব্যাংকে হবে বিশেষ অডিট

নিজস্ব প্রতিবেদক

সব ব্যাংকে হবে বিশেষ অডিট

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, ঋণ জালিয়াতি ও ব্যাংকিং খাতের অনিয়ম দূর করতে প্রতিটি ব্যাংকে বিশেষ অডিট করা হবে। তিনি বলেন, আমাদের জানতে হবে কেন ব্যাংকিং খাতে অনিয়ম হচ্ছে। এই অনিয়মের সঙ্গে কারা জড়িত তাদের বের করতে হবে। প্রকৃত ব্যবসায়ীদের সুবিধা দেওয়া হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফার্মগেটে কৃষিবিদ অডিটরিয়ামে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এমপি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুুল হক প্রমুখ। অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে শিগগিরই তিনটি অডিট ফার্মকে দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে নিরীক্ষা কার্যক্রম চালানো হবে। দেশে খেলাপি ঋণের সংখ্যা বেড়েই চলছে। এটা একটা বড় ধরনের ক্রাইম।

সর্বশেষ খবর