বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অন্যায় শাসন জনগণ মানবে না

নিজস্ব প্রতিবেদক

অন্যায় শাসন জনগণ মানবে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘ক্ষমতা দখল করে দেশের রাজনৈতিক অচলাবস্থার অবসান হবে না। এই সরকারের অন্যায় শাসন বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না।’ সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটডাকাতির প্রতিবাদে গতকাল জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ৩টা  থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি হয়। নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ লাগিয়ে এ কর্মসূচিতে অংশ নেন। ড. আবদুল মঈন খান বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটবিহীন নির্বাচন হয়েছে। মিডিয়ার কল্যাণে আমরা সেদিন ভোটকেন্দ্রে কুকুর ও বিড়াল দেখেছি। কোনো ভোটার ভোট দেননি। ৩০ ডিসেম্বরেও ভোট হয়নি, প্রহসন হয়েছে। দেশের জনগণ ও আন্তর্জাতিক মিডিয়া জানে দেশে কীভাবে প্রহসনের নির্বাচন হয়েছে। এবারের নির্বাচনে প্রমাণ হয়েছে, দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।’ জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আজকে কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ করছি। আর নয় প্রতিবাদ। আগামীতে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করতে হবে।

সর্বশেষ খবর