শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গ্যাটকো মামলায় আদালতে

নিজস্ব প্রতিবেদক

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব আসামির বিরুদ্ধে থাকা অভিযোগ প্রমাণ করা সম্ভব হবে বলে আদালতকে জানিয়েছে? রাষ্ট্রপক্ষের আইনজীবী। গতকাল খালেদা জিয়ার উপস্থিতিতে ঢাকার তিন নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেনের আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অভিযোগ গঠন শুনানিতে এমন মন্তব্য করেন। পুরান ঢাকার বকশি বাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে মামলাটির বিচার চলছে। রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠন শুনানি শেষে আসামিপক্ষের অভিযোগ গঠনের জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করে আদালত। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদা জিয়াসহ মামলার সব আসামি গ্যাটকোকে অবৈধভাবে কাজ পাইয়ে দেওয়ার জন্য অর্থ আত্মসাৎ করেন। এতে রাষ্ট্রের ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

এটি প্রমাণ করার জন্য আমাদের কাছে যথেষ্ট আলামত ও সাক্ষ্যপ্রমাণ রয়েছে। এর ভিত্তিতে  আশা করছি, আসামিদের শাস্তির আওতায় আনতে পারব। তাই খালেদাসহ সব আমির বিরুদ্ধে ১৯৪৭ সালের দুদকের ৫ এর ২ ধারা ও দ বিধি ৪০৯/১০৯ ধারায় তাদের অভিযোগ গঠনের আবেদন করছি। এর আগে দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে তাকে বকশিবাজারে অস্থায়ী আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বেলা ২টার দিকে তাকে আবারও কারাগারে নেওয়া হয়। দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ১৩ মে আদালতে অভিযোগপত্র দেন দুদকের উপ-পরিচালক  জহিরুল হুদা। চারদলীয় জোট সরকারের নয় মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনকে সেখানে আসামি করা হয়। অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর