শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সাত জেলায় পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

দেশের সাতটি জেলার পাসপোর্ট অফিসে আকস্মিক অভিযান চালিয়ে চার দালালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে ঘুষ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে। গতকাল একযোগে দিনাজপুর, বরিশাল, কুমিল্লা, টাঙ্গাইল, সিলেট, মেহেরপুর ও মুন্সীগঞ্জ জেলায় দুদকের পৃথক দল অভিযান চালায় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান, অভিযানে মেহেরপুর, মুন্সীগঞ্জ, কুমিল্লা এবং দিনাজপুর পাসপোর্ট অফিস থেকে চারজন দালালকে হাতেনাতে গ্রেফতার করেছে দুদকের দল। তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে। এদিকে মুন্সীগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হালিমা খাতুনের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন দুদক কর্মকর্তারা। ওই অফিসে সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে মূল ফির অতিরিক্ত দেড় হাজার টাকা এবং জরুরি পাসপোর্টের ক্ষেত্রে ৪ হাজার টাকা অতিরিক্ত ফি আদায় করার প্রমাণ পাওয়া গেছে দুদকের অভিযানে। দুদক জানায়, মুন্সীগঞ্জের এ অফিসে ঘুষ না দিলে ইচ্ছাকৃতভাবে পাসপোর্টে বিভিন্ন ধরনের ত্রুটির সৃষ্টি করা হয়। সিলেট পাসপোর্ট অফিসে বিভিন্ন ট্রাভেল এজেন্সি পাসপোর্ট অফিসের কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে দালাল চক্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। টাঙ্গাইল পাসপোর্ট অফিসে দালালরা বিভিন্ন শ্রেণির গ্রাহকদের থেকে ঘুষ আদায় করছেন বলে দুদকের আভিযানিক দল প্রমাণ পেয়েছে। এ অফিসে ৫০০ টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। বরিশাল পাসপোর্ট অফিসে পুলিশ সদস্যরা দালাল সেজে গ্রাহকদের থেকে টাকা আদায় করে বলে প্রমাণ পাওয়া গেছে। কুমিল্লা পাসপোর্ট অফিসে চার কর্মকর্তাকে অনুপস্থিত পাওয়া গেছে। এসব অভিযানের বিষয়ে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, পাসপোর্ট অফিসের দুর্নীতি ও হয়রানি বন্ধে এ অভিযান চালানো হয়। দুর্নীতির প্রমাণের ভিত্তিতে দুদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।

সর্বশেষ খবর