শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চিত্তরঞ্জন সাহা ও বইমেলা

ইমদাদুল হক মিলন

চিত্তরঞ্জন সাহা ও বইমেলা

আমার প্রথম উপন্যাস ‘যাবজ্জীবন’ প্রকাশ করেছিল মুক্তধারা। প্রথম ছোটদের উপন্যাস ‘চিতা রহস্য’ও প্রকাশ করেছিল মুক্তধারা। ’৭৭/’৭৮ সালের কথা। থাকি গেন্ডারিয়াতে। মুক্তধারার অফিস গেন্ডারিয়ার খুব কাছেই। শ্যামবাজারে। ছেলেবেলা থেকেই আমাদের বয়সী প্রায় সব ছাত্রছাত্রীই ‘পুঁথিঘর’ নামটির সঙ্গে পরিচিত ছিলাম। পুঁথিঘরের নোটবই আমাদের বয়সী প্রায় সব ছাত্রছাত্রীরই কাজে লেগেছে। নোটবইতে পুঁথিঘরের ঠিকানা লেখা থাকত পুঁথিঘর, চৌমোহনী, নোয়াখালী। এই পুঁথিঘরের স্বত্বাধিকারী ছিলেন শ্রী চিত্তরঞ্জন সাহা। মুক্তিযুদ্ধ চলাকালীন চিত্তরঞ্জন সাহা চলে গিয়েছিলেন পশ্চিমবঙ্গে। থাকতেন কলকাতায়। পুঁথিঘরের পাশাপাশি কলকাতাতে বসে প্রতিষ্ঠা করলেন সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘মুক্তধারা’। মুক্তিযুদ্ধ চলাকালীন কলকাতা থেকেই প্রকাশ করতে লাগলেন বাংলাদেশি লেখকদের গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং কবিতার বই। মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ বইও প্রকাশ করলেন সেই সময়। স্বাধীনতার পর দেশে ফিরে এলেন। পুঁথিঘরের শ্যামবাজার অফিসেই মুক্তধারার অফিস করলেন। পুরনো আমলের বিশাল তিনতলা বাড়ি। নিচে প্রেস-গোডাউন। তিনতলায় সপরিবারে বসবাস এবং দোতলায় অফিস। চিত্তবাবু বসতেন পুবদিককার ছোট্ট একটি রুমে। সামনের দিকে কাঠের তৈরি মেঝে। হাঁটলে মৃদু শব্দ হতো। সেখানে চেয়ার টেবিল নিয়ে বসে আছে বহু কর্মচারী। দেশে ফিরেই বাংলাদেশের প্রায় সব সৃজনশীল লেখককে জড়ো করলেন তিনি। প্রকাশ করতে লাগলেন নামিদামি বিখ্যাত লেখকদের পাশাপাশি সম্ভাবনাময় তরুণ লেখকদের গল্প, কবিতা, প্রবন্ধ এবং ছোটদের বই। সম্ভবত চিত্তরঞ্জন সাহাই বাংলাদেশের একমাত্র প্রকাশক, সৃজনশীল প্রকাশনাকে তিনি পৃথিবীর উন্নত দেশগুলোর মতো করে তৈরি করার চেষ্টা করেছিলেন। আমাদের সাহিত্য জগতের শ্রদ্ধেয় কিছু লেখক বুদ্ধিজীবীকে নিয়ে তিনি একটি সম্পাদনা পরিষদ গঠন করেছিলেন। সেই পরিষদ মনোনয়ন করলে তবেই মুক্তধারা থেকে প্রকাশিত হতো কারও বই। আজ বাংলাদেশের প্রকাশনা জগৎ অনেক বড় হয়েছে। কিন্তু কোনো প্রকাশকের সম্পাদনা পরিষদ আছে বলে আমার জানা নেই।

আজ আমাদের প্রকাশনা জগৎ অনেক বড় হয়েছে। অনেক প্রকাশক, অনেক লেখক মিলেমিশে বাংলাদেশের প্রকাশনা জগৎকে অনেকখানি উঁচুতে তুলে ফেলেছেন। এই পথটি দেখিয়েছিলেন শ্রী চিত্তরঞ্জন সাহা। বাংলাদেশের সৃজনশীল প্রকাশনার পথিকৃৎ তিনি। ১৯৭২ সালের কথা। সদ্য স্বাধীন হয়েছে দেশ। মহান ভাষা আন্দোলনের দিন একুশে ফেব্র“য়ারি তারিখে বাংলা একাডেমি চত্বরে বিশাল জনসমাবেশ হয়েছে ভোরবেলা। কবিতা আবৃত্তি, গান, বক্ততায় মুখরিত বাংলা একাডেমি প্রাঙ্গণ। শহীদ মিনারে ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে হাজার হাজার মানুষ আসছে বাংলা একাডেমির দিকে। এই জনসমাবেশের মধ্যেই বাংলা একাডেমির মাঠে চাদর বিছিয়ে কিছু বই নিয়ে বসে গিয়েছিলেন চিত্তরঞ্জন সাহা। মানুষ অবাক হয়ে বই দেখছে, বই কিনছে। এভাবে শুরু হয়েছিল বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা। আজ পুরো ফেব্র“য়ারি মাস জুড়ে বাংলা একাডেমি চত্বরে যে গ্রন্থমেলা হয় এই মেলার প্রবর্তক চিত্তরঞ্জন সাহা। বাংলাদেশে বইমেলার ধারণাটিরও তিনিই প্রবর্তক। সুতরাং বাংলাদেশের প্রকাশনা শিল্প এবং আজকের বইমেলা এই দুটো ক্ষেত্রেই শ্রী চিত্তরঞ্জন সাহার অবদান অপরিসীম। বাংলাদেশের লেখক প্রকাশকরা চিরকাল শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে তাঁর নাম।

লেখক : অন্যতম জনপ্রিয় কথাশিল্পী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর