শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নীতিমালার ওপর ক্ষমতা প্রয়োগ করতে হবে

সালেহ উদ্দিন আহমেদ

নীতিমালার ওপর ক্ষমতা প্রয়োগ করতে হবে

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় প্রধান কাজ হচ্ছে নীতিমালার ওপর ক্ষমতা প্রয়োগ করতে হবে। যে কাজই হোক মানুষের কাছে তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটা কোনো ব্যক্তি ক্ষমতা প্রয়োগ নয়। যে নীতিমালার ওপর ভিত্তি করে কাজ হচ্ছে সেটা সাধারণ মানুষ বা ভুক্তভোগী ব্যক্তিও যেন জবাব পেতে পারে। দ্বিতীয়ত, নাগরিকের মতামতের গুরুত্ব পাবে প্রশাসনের কর্মকা-ে। যাদের জন্য কাজ করছেন বা নীতিমালা তৈরি হচ্ছে তাতে সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা। সরকার যদি নিজেদের ইচ্ছেমতো নীতিমালা করে প্রয়োগ করতে চায় তার ফলাফল সঠিক হবে না। কোনো কাজ বাস্তবায়ন করতে গিয়ে সংশ্লিষ্টদের মতামত নিতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়- একটি রাস্তা তৈরি করতে গিয়ে জনগণকে জানাতে হবে- কেন এই রাস্তা হচ্ছে, কীভাবে হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে। এটি জানতে দিতে হবে। তিনি আরও বলেন, সর্বশেষ সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, আইনের শাসন প্রতিষ্ঠা। যার ক্ষমতা রয়েছে তার ব্যবহার যদি যুক্তিবিহীন হয়- সেটা আইনের শাসন নয়। আইনের শাসনের অর্থ হচ্ছে- যুক্তিগ্রাহ্য কর্মকা- পরিচালনা করা। যথাযথভাবে আইনের প্রয়োগ। কোন ঘটনার বিচার যেন সংশ্লিষ্ট ব্যক্তি দ্রুত পায়। দ্রুত সমাধান হয়। আইনের ব্যবহারের ক্ষেত্রে দ্রুত সঠিক সমাধান দিতে হবে।

সর্বশেষ খবর