শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চার কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

নির্দেশ অমান্য করে চালু রাখায় ঢাকার চার কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে র‌্যাব। কোচিং সেন্টারগুলো হলো- সততা কোচিং সেন্টার, এম আর কোচিং সেন্টার, কনফিডেন্স কোচিং সেন্টার ও পাঠশালা কোচিং সেন্টার। বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জের চুনকুটিয়া ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে এগুলো বন্ধ করে দিয়ে জরিমানাও করা হয়।

গতকাল র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, এসএসসি পরীক্ষার সময় সব কোচিং সেন্টার বন্ধ রাখার কথা থাকলেও ওই চার কোচিং সেন্টারে ক্লাস নেওয়া হচ্ছিল। অভিযানের সময় কোচিং সেন্টারগুলোতে শিক্ষার্থীদের ক্লাস করতে দেখা যায়। এমআরও পাঠশালা কোচিং সেন্টারে এসএসসি পরীক্ষার্থীরাও ছিল। প্রশ্ন ফাঁস ঠেকাতে গতবারের মতো এবারও মাধ্যমিক ও সমমানের পরীক্ষা চলাকালীন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে।

সর্বশেষ খবর