শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
উপজেলা নির্বাচন

ছয় কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক

আসন্ন উপজেলা নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ আয় করেছে প্রায় ছয় কোটি টাকা।

চেয়ারম্যান পদে প্রতিটি মনোনয়ন ফরমের জন্য ২০ হাজার টাকা, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৫ হাজার টাকা করে নেওয়া হয়। গত সোমবার থেকে গতকাল পর্যন্ত আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে দলের মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ করা হয়। প্রায় ছয় কোটি টাকা আয়ের বিষয়টি জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গত কয়েক দিনে চেয়ারম্যান পদের ২ হাজার ৭৬টি এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ হাজার ৪৮৫টি ফরম বিক্রি হয়েছে। সেই হিসাবে আওয়ামী লীগের আয় হয়েছে পাঁচ কোটি ৮৯ লাখ ৫ হাজার টাকা। দলীয় সূত্র জানায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গত সোমবার থেকে দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রথম দিন শুধু উপজেলা চেয়ারম্যান পদে এবং জেলা-উপজেলা থেকে তালিকায় নাম থাকা ব্যক্তিরাই মনোনয়নপত্র সংগ্রহ করেন। দ্বিতীয় দিন থেকে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। তৃণমূল থেকে নাম না এলেও সবার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করার সুযোগ করে দেওয়া হয়। ফলে গত ৫ দিনে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে ছিল উপচে পড়া ভিড়। পুরুষের পাশাপাশি নারী নেত্রীদের ফরম সংগ্রহে আগ্রহ ছিল লক্ষ্যণীয়। এবার পাঁচ ধাপে দেশের ৪৯২ উপজেলা পরিষদে ভোট করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। আগামী ১০ মার্চ প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন। আজ শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রথম ধাপের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বিকাল ৪টায় এ বৈঠক হবে।

সর্বশেষ খবর