শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খালেদার মুক্তি আইনি বিষয়

নিজস্ব প্রতিবেদক

খালেদার মুক্তি আইনি বিষয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা আদালতের এখতিয়ার। দণ্ড দিয়েছে আদালত, কারাগারে পাঠিয়েছে আদালত, মুক্তি দিতে পারে আদালত। এ মামলা নিয়ে সরকারকে দোষারোপ করা একেবারেই অসত্য। এ মামলায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই। গতকাল দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের প্যানেল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমাদের প্রতিপক্ষরা যদি একটি জোট করতে চায়, এখানে আমাদের একটি জোটের কথা ভাবতে হবে। সমীকরণটা হবে মেরুকরণটা কীভাবে হচ্ছে, তা দেখে। ডাকসু নির্বাচন সামনে রেখে সমীকরণটা যেভাবে হবে, সেই মেরুকরণ অনুযায়ী আমরা চিন্তাভাবনা করব। আমাদের দেখতে হবে, কারা কীভাবে মেরুকরণ করছে, জোট করছে। সে অনুযায়ী প্রতিপক্ষের বিষয়টি মাথায় রেখে আমাদের চিন্তভাবনা আছে। তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে চারজন নেতাকে দায়িত্ব দিয়েছি। তারা ক্যাম্পাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমরা এই নির্বাচনকে সিরিয়াসলি নিয়েছি। গণতান্ত্রিকভাবে জয়লাভ করব বলে আশা করছি। জাতীয় রাজনীতিতে যেভাবে পোলারাইজেশন হয়, তার প্রভাবটা ছাত্র রাজনীতিতেও পড়ে। যাদের সামর্থ্য নেই, তারা হয়তো এত বেশি সুবিধা নিতে পারে না। আর যাদের সামর্থ্য আছে নির্বাচন করার মতো, পোলারাইজেশনটা তারা করবে এবং তারা চেষ্টা করবে এখান থেকে একটা ফায়দা তোলা যায় কিনা? ডাকসু নির্বাচনে প্যানেল নিয়ে এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এখানে তো ছাত্রলীগ একা নয়। আরও বিভিন্ন ছাত্র সংগঠন আছে। উপজেলা পরিষদ নির্বাচনে গত চার দিনে দলীয় ফরম বিক্রি ও জমাদানের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, উপজেলা চেয়ারম্যান পদে ২০৭৬টি এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৪৮৫টি ফরম বিক্রি হয়েছে।

সর্বশেষ খবর