শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আন্দোলনের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনের বিকল্প নেই

বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘সরকারের রাজনৈতিক প্রভাবের কারণে নিম্ন আদালত তাদের সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে থাকায় আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। আন্দোলনের কোনো বিকল্প নেই। যদি আপনারা বেগম জিয়াকে মুক্ত      করতে চান তাহলে আন্দোলনের জন্য প্রস্তুতি নিন।’ গতকাল বিকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত দলের কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বক্তব্য দেন, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, নূরুল ইসলাম নয়ন, হেলেন জেরিন খান, নূরুল ইসলাম নাসিম, আকরামুল হাসান প্রমুখ। এ ছাড়াও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের অঙ্গসংগঠন-সহযোগী সংগঠনে যেসব দুর্বলতা আছে তা অতিদ্রুত সংশোধনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী ও কর্মীদের ঐক্যবদ্ধ করে দ্রুত আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’ ড. আবদুল মঈন খান বলেন, ‘বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছে রাজনৈতিক একটি মিথ্যা মামলায়। রাজনৈতিক মামলা আইনের মাধ্যমের ফয়সালা হবে না। রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’ ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক চক্রান্ত ও সরকারের ষড়যন্ত্রে বেগম খালেদা জিয়া এক বছর ধরে কারাগারে বন্দী। ঘরের ভিতরে হাতি-ঘোড়া মারলে হবে না, বিএনপিকে রাস্তায় নামতে হবে। এ ছাড়া অন্য কোনো পথ নেই।’ সভাপতির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সবচেয়ে জনপ্রিয়  নেত্রী এক বছর কারাগারে। আমরা তাকে মুক্ত করতে পারিনি-এটা আমাদের ব্যর্থতা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর