মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দাবি না মেনে তফসিল ঘোষণা

-আল মেহেদী তালুকদার, ছাত্রদল

দাবি না মেনে তফসিল ঘোষণা

ছাত্রদলের বিশ^বিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, আমরা যেসব দাবি করেছিলাম তা না মেনে তফসিল ঘোষণা করা হয়েছে। একে আমরা হতাশার দৃষ্টিতেই দেখছি। প্রশাসন শুধু আমাদের নয়, অধিকাংশ ছাত্র সংগঠনের মতামতকে উপেক্ষা করেছে। যদি এভাবেই নির্বাচন হয়, তাহলে সেটি কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না। গতকাল ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, এখনো এক মাস সময় আছে, আশা করি প্রশাসন বিষয়টি ভেবে দেখবে এবং সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করে নতুন তফসিল ঘোষণা করবে। প্রশাসন যদি নতুন তফসিল ঘোষণা না করে সেক্ষেত্রে কী করবে ছাত্রদল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইতিবাচকভাবেই ভাবতে চাই। কারণ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে। তাই আমরা আশাবাদী বিশ^বিদ্যালয় প্রশাসন সঠিক সিদ্ধান্তই নেবে।

শেষ সময় পর্যন্ত আমরা আশাবাদী থাকতে চাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর