শিরোনাম
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ছাত্র সংগঠনের দাবি অগ্রাহ্য

-মো. ফয়জুল্লাহ, ছাত্র ইউনিয়ন

ছাত্র সংগঠনের দাবি অগ্রাহ্য

ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মো. ফয়জুল্লাহ বলেন, আজকে (গতকাল) যে তফসিল ঘোষণা করা হয়েছে, সেটাকে গণতান্ত্রিক দাবি করা হলেও আমরা দেখেছি সেখানে অধিকাংশ ছাত্র সংগঠনের দাবিগুলোকে অগ্রাহ্য করা হয়েছে। যেমন, হলের বাইরে ভোটকেন্দ্র স্থাপন করা, বিশ^বিদ্যালয়ের সহাবস্থান নিশ্চিত করা ইত্যাদি। কিন্তু প্রশাসন একপক্ষীয় হয়ে তফসিল ঘোষণা করেছে। গতকাল ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা গত ২৮ বছর ধরে ডাকসুর জন্য আন্দোলন করে এসেছি। কিন্তু আমাদের দাবিগুলোকেই মানা হয়নি। আমাদের দাবি আদায়ের যে আন্দোলন তা ভবিষ্যতেও চালিয়ে যাব। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, আমরা নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছি। বেশ কয়েকটি হলে ইতিমধ্যে প্যানেল গঠন করা হয়েছে। আশা করি, প্রশাসন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নেবে।

সর্বশেষ খবর