শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ক্রাইস্টচার্চে জয়ের লক্ষ্যে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

ক্রাইস্টচার্চে জয়ের লক্ষ্যে টাইগাররা

ক্রাইস্টচার্চে এর আগে মাত্র দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। দুটি দুই ভেন্যুতে। একটি ল্যাঙ্কাস্টার পার্কে, আরেকটি হ্যাগলে ওভালে। ২০১০ সালে ল্যাঙ্কাস্টার পার্কের ম্যাচে লড়াই হলেও ২০১৬ সালে হ্যাগলে ওভালে নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেননি টাইগাররা। ল্যাঙ্কাস্টার পার্কে হেরেছিল ৩ উইকেটে, আর হ্যাগলে ওভালের ম্যাচে মাশরাফিরা হেরেছিল ৭৭ রানের বিশাল ব্যবধানে। দুঃস্বপ্নের সেই হ্যাগলে ওভালেই দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। নেপিয়ারের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর ক্রাইস্টচার্চের ম্যাচটি টাইগারদের জন্য হয়ে গেছে ‘ডু অর ডাই’। হারলেই সিরিজ শেষ। তখন ডানেডিনে সিরিজের শেষ ম্যাচটি হয়ে যাবে আনুষ্ঠানিকতার। তবে জিতলে সৃষ্টি হবে নতুন ইতিহাস। এর আগে কখনো কিউইদের মাটিতে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। টি-২০, টেস্ট ও ওয়ানডে মিলে এ পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে ২২টি ম্যাচ খেলেছে লাল-সবুজরা। সবকটিতেই হেরেছে। তবে এবার প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে মাশরাফিরা  (বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা শুরু)। প্রথম ম্যাচে সফরকারীরা ব্যাটিং ও বোলিং কোনো বিভাগেই ভালো করতে পারেননি। নেপিয়ারের ব্যাটিং স্বর্গেও বাংলাদেশ অলআউট হয়েছিল মাত্র ২৩২ রানে। তারপর ৮ উইকেটের ব্যবধানে হার। নিউজিল্যান্ডে গিয়ে প্রথম ম্যাচের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেননি বলেই লড়াই জমিয়ে তুলতে পারেননি টাইগাররা। ক্যাপ্টেন মাশরাফি জানিয়েছেন, ক্রাইস্টচার্চেই দেখা যাবে অন্য বাংলাদেশকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর