বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ক্ষমা চাইলেই সব মাফ হয় না : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাওয়া নিয়ে সংগঠন থেকে পদত্যাগকারী ব্যারিস্টার আবদুর রাজ্জাক যে আহ্বান রেখেছেন একে স্বাগত জানিয়েছেন ড. কামাল হোসেন। গতকাল বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর এ বিষয়টি নিয়ে দৃষ্টি  আকর্ষণ করা হলে ফ্রন্টের শীর্ষনেতা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ক্ষমা চাওয়ার বিষয়কে আমি স্বাগত জানাই।’

সংবাদ সম্মেলনের পর এক সাংবাদিক জামায়াতের ক্ষমা আহ্বান যথেষ্ট কিনা জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন বলেন, ‘আমি মনে করি এটা যথেষ্ট নয়। মাত্র একজন নেতা ক্ষমা চাওয়ার কথা বলেছেন। তাদের ক্ষমা চাওয়া হবে বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেওয়ার প্রথম পদক্ষেপ। কিন্তু ক্ষমা চাওয়ার মাধ্যমে সবকিছু মাফ হয়ে যাবে না।’

সর্বশেষ খবর