বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

উপজেলা নির্বাচনে জৌলুস নেই

নিজস্ব প্রতিবেদক

উপজেলা নির্বাচনে জৌলুস নেই

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, এবারের উপজেলা নির্বাচনে প্রধান বিরোধী দল অংশগ্রহণ থেকে  বিরত থাকছে। এতে এই নির্বাচন জৌলুস হারাতে বসেছে। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রত্যেকেই নির্বাচিত হবেন এবং ওই পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, এটাই বাস্তবতা। গতকাল উপজেলা ভোটের তৃতীয় ধাপের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। এ ধাপের ভোট হবে ২৪ মার্চ। বিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে নির্বাচন কমিশনারদের সবাই উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। এ দেশে স্থানীয় সরকার নির্বাচন সারা জীবন যে রকম প্রতিযোগিতামূলক হয়েছে এ বছরও কিন্তু তেমনিভাবে প্রতিযোগিতামূলক হবে, অংশগ্রহণমূলক হবে। তিনি বলেন, ‘বিগত দিনে অনেক সময় নির্বাচন পরিচালনা করতে গিয়ে অনেকের জীবনহানি ঘটেছে। অনেকে হয়তো বা আহত হয়েছেন এ রকম কিছু ঘটনা ঘটেছে। রিটার্নিং কর্মকর্তাদের এগুলো সতর্কতার সঙ্গে দেখতে হবে। নির্বাচন ঘিরে যেন প্রাণহানি না ঘটে। আপনারা ব্যক্তিগত উদ্যোগে হলেও সাংঘর্ষিক ঘটনা ঘটলে মীমাংসা করার চেষ্টা করবেন। কোনো প্রাণহানি যেন না ঘটে, হতাহত না হয়। এটি অত্যন্ত দুঃখজনক।’

সর্বশেষ খবর