বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চকবাজারে ভয়াবহ আগুন

দগ্ধ ৩৫, লাফিয়ে পড়ে আহত ৪৫

নিজস্ব প্রতিবেদক

চকবাজারে ভয়াবহ আগুন

পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১০টা ৪০ মিনিটে শাহী মসজিদের পেছনের একটি পাঁচতলা ভবনে আগুন লাগে এবং তা রাত ১টায় পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী জ্বলছিল। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ৩৩টি ইউনিট কাজ করছিল। আগুনে পুড়ে এবং ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়ে ৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয়রা বলেন, একটি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দ্রুত ছড়িয়ে পড়লে ওই বাড়ি ও তার আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই বাড়ি থেকে বের হয়ে পরিবার-পরিজন নিয়ে রাস্তায় অবস্থান নেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজুল হক রিগান রাত পৌনে ১টায় জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান জানান,  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুনে কেউ মারা গেছেন কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। প্রাপ্ত খবর অনুযায়ী, আগুনের সময় লাফিয়ে পড়ে ৪৫ জন ও আগুনে পুড়ে ৩৫ জন আহত হয়ে ঢামেকে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, আলামিন (২৫), রিমন (২৮), সিয়াম (২৩),  রেজাউল (২১), বাবুল (২৮), মো. শহিদ (৫২), শহিদুল্লাহ (৫০), আ. করিম (৫০), শামীমুর রহমান (৪২), সাইফুল (৩৫), সালাউদ্দিন (২৬), জাকির হোসেন (৫০), মো. মাহমুদ (৫০), লামিম (১২), আনোয়ার (৫৫), সালাউদ্দিন (৩৫), পীর মোহাম্মদ (৪৭), কাউছার (৪৫), শোহেল (৩৫), পলাশ (৩৫), জাহাঙ্গীর (৩৫), আ. সালাম (৩৫), রবিউল (২৭), মন্জুরুল আলম (৪৫), জিয়াউদ্দিন (২৪)। এদের মধ্যে কেউ মাথায় আঘাত, কেউ কাচের আঘাত, কেউ আগুনে পুড়ে বা নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টার সময় হাত-পা ভেঙে আহত হয়েছেন। হাসপাতাল ক্যাম্প ইনচার্জ  মো. বাচ্চু মিয়ার দেওয়া খবর অনুযায়ী, এ প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত আহতরা হাসপাতালে আসছিলেন। এদিকে আগুন নেভানোর কাজে পানি সংকট চরমে ওঠে। কারাগারের পুকুর থেকে পানি নেওয়া হচ্ছিল। এ সময় বকশিবাজার, কারাগার, মৌলভীবাজারসহ আশপাশে বিদ্যুৎ ছিল না। ভয়ঙ্কর এক অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছিল  সেখানে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৩টি ইউনিট একযোগে কাজ করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, রাত দেড়টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আহত ১০০ ছাড়িয়ে যেতে পারে। আশেপাশের ভবনগুলো খালি করে সেখানকার বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় আহতদের মধ্যে আবদুল মান্নান (৬০) এবং হেলাল উদ্দীন (১৮) নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা জানিয়েছেন, একটি পুরনো ভবন ধসে তারা চাপা পড়েন। সেখানেই তারা অগ্নিদগ্ধ হন। তারা একটি চারতলা ও একটি পাঁচতলা ভবনে আগুন জ্বলতে দেখেছেন। এগুলোর নিচে খাবার হোটেল এবং ৩০টির বেশি প্লাস্টিক ও কেমিক্যালের দোকান রয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানতে পারিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর