রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির

কলকাতা প্রতিনিধি

পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির

আমাদের লড়াই সন্ত্রাসবাদ ও মানবতার শত্রুদের বিরুদ্ধে। কাশ্মীরিদের কিংবা কাশ্মীরের বিরুদ্ধে নয়। এ মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পরই উত্তরাখন্ড, পাটনা, বেঙ্গালুরু, দিল্লিসহ দেশজুড়ে কাশ্মীরি নাগরিকদের ওপর হেনস্তার অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়াতেও কাশ্মীরিদের বর্জন করার দাবি ওঠে। গতকাল রাজস্থানের টঙ্কে এক জনসভা থেকে মোদি বলেন, ‘বিগত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মীরি শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটছে তা ছোট বা বড় ঘটনা যাই হোক না কেন- তা হওয়া উচিত নয়। কাশ্মীরের যুবকরাও সন্ত্রাসবাদ নিয়ে অতিষ্ঠ। তারাও এ লড়াইয়ে শামিল হতে চায়। তাদের সঙ্গে নিতে হবে।’ টঙ্কের সমাবেশ থেকে জওয়ানদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার বার্তা দিয়ে মোদি বলেন, এবার পুরো হিসাব নেব। আমি আমাদের সেনা জওয়ানদের নিয়ে গর্বিত যে যারা তাদের সহকর্মীদের হত্যা করেছিল সেই দেশদ্রোহীদের ১০০ ঘণ্টার মধ্যেই নিকেশ করতে পেরেছে।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তোপ দেগে মোদি বলেন, ‘প্রোটোকল অনুযায়ী পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আমি তাঁকে (ইমরান) ফোন করে অভিনন্দন জানিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম যে, আমরা অনেক লড়াই করেছি। এবার হাতে হাত মিলিয়ে দারিদ্রতা ও অশিক্ষা দূর করতে লড়াই করা উচিত। তিনি আমাকে কথা দিয়ে বলেছিলেন, তিনি একজন ‘পাঠান’ পরিবারের সন্তান এবং তারা কখনো মিথ্যা কথা বলে না। যাই হোক, এখন নিজের কথা সত্যি প্রমাণ করার দায়িত্ব তাঁর।’ পুলওয়ামা হামলার পর ভারতের কয়েকজন রাজনীতিক যেভাবে মোদির বিরুদ্ধে সরব হয়েছেন তারও বিরোধিতা করেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, ‘এ দেশে বসবাসকারী কিছু ব্যক্তি যেভাবে পাকিস্তানের ভাষায় কথা বলছেন তা আমাকে হতাশ করছে। এ মানুষগুলোই পাকিস্তানে গিয়ে বলেছিলেন, ‘আপনারা যা কিছু করুন কিন্তু মোদিকে ক্ষমতা থেকে সরান।’ এ মানুষগুলোই মুম্বাই হামলার পর হামলাকারীদের কোনো জবাব দিতে পারেননি।’

সর্বশেষ খবর