রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কেমিক্যাল গুদাম সরিয়ে ফেলুন

নিজস্ব প্রতিবেদক

কেমিক্যাল গুদাম সরিয়ে ফেলুন

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের পরিপ্রেক্ষিতে কেমিক্যাল ব্যবসার জন্য আলাদা জায়গা নির্ধারণের দাবি জানিয়েছে বিএনপি। পুরান ঢাকায় চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক মানুষের প্রাণহানির ঘটনা তুলে ধরে গতকাল দুপুরে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ দাবি জানান। তিনি বলেন, ‘এটা (পুরান  ঢাকা) আবাসিক এলাকা। এখানে  কেমিক্যালের যেসব গুদাম আছে, দোকান-পাটে যেসব ধাহ্য পদার্থ বিক্রি করা হয় এগুলো অনতিবিলম্বে অপসারণ করা উচিত। অতিদ্রুত কেমিক্যাল ব্যবসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করতে হবে। তাদের তো ব্যবসাটা করতে হবে। আলাদা জায়গা নির্ধারণ করে তাদের সেখানে স্থানান্তর করতে হবে। না হলে চকবাজারের চুড়িহাট্টার মতো ট্র্যাজেডি আবারও হতে পারে। আর ভবিষ্যতে আমরা এরকম ট্র্যাজেডি আর দেখতে চাই না।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের লেখা ‘নিশি রাত্রির দ্বিপ্রহর’ ও ‘মিথ্যার কাছে জাতি পরাজিত’ এ দুটি সংকলিত গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গ্রন্থ দুটি প্রকাশ করেছে ‘সাউন্ড বাংলা’ প্রকাশনা সংস্থা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গ্রন্থের লেখক তৈমুর আলম খন্দকার, কবি আবদুল হাই শিকদার, অবসরপ্রাপ্ত জজ শামসুল আলম, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, ‘সাউন্ড বাংলা’র প্রকাশক সান্তা ফারজানা, তৈমুর আলম খন্দকারের বড় মেয়ে ব্যারিস্টার মরিয়ম খন্দকার বক্তব্য রাখেন। সরকারের ব্যর্থতার সমালোচনা করে সাবেক খনিজসম্পদ ও জ্বালানিমন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, ‘আমাদের চকবাজারে অত্যন্ত মর্মান্তিক একটা ট্র্যাজেডি হয়ে গেল।

সর্বশেষ খবর