সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
চকবাজার ট্র্যাজেডিতে আজ রাষ্ট্রীয় শোক

কোথা থেকে আগুনের উৎস

বাড়ির কেমিক্যাল না গাড়ির সিলিন্ডার খতিয়ে দেখছে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ আগুনের উৎস কোথায়- এ নিয়ে চলছে নানামুখী আলোচনা।

ভয়ঙ্কর এই আগুনের তদন্তে গঠিত কমিটিগুলোর প্রাপ্ত তথ্যও ভিন্ন ভিন্ন। আগুনের ঘটনায় প্রাপ্ত দুটি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কেউ কেউ বলছেন, গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। স্বরাষ্ট্র

মন্ত্রণালয়ের তদন্ত কমিটির এক সদস্য বলেছেন, গতকাল পর্যন্ত তাদের তথ্য হলো- আগুনের সূত্রপাত হয়েছে ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয়তলার কেমিক্যাল থেকে। তবে সঠিক কারণ অনুসন্ধানের জন্য সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞ দলকে ডাকার পরামর্শ দিয়েছেন অনেক বিশেষজ্ঞ।

ঘটনার উৎস ও কারণ অনুসন্ধানে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির আহ্বায়ক সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী গতকালও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটি একাধিকবার ঘটনাস্থলে এসেছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে মতবিনিময় করেছে। তদন্ত প্রতিবেদনের প্রাথমিক কাজ হবে- অগ্নিকান্ডের উৎস ও কারণ খুঁজে বের করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সরকারকে কর্মপরিকল্পনা নির্ধারণের পরামর্শ দেওয়া। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহম্মদ খান বলেন, ওয়াহেদ ম্যানশনের দোতলায় ও নিচে দাহ্য পদার্থের মজুদ ছিল। আগুন লাগার সুস্পষ্ট কারণ তদন্তের পর বলা যাবে। আশা করছি দু-একদিনের মধ্যে তা স্পষ্ট হবে। চুড়িহাট্টার ঘটনায় গঠিত কয়েকটি তদন্ত কমিটি বলেছে, দুটি গাড়ির সংঘর্ষের ফলে একটি গাড়ির সিলিন্ডারের বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। তবে রাজমহল হোটেল এবং প্লাস্টিক মার্কেটের সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে খোদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনও বলেছেন, আগুনের সূত্রপাত গাড়ির সিলিন্ডার থেকে। ওয়াহেদ ম্যানশনের সামনে পুড়ে যাওয়া পিকআপের চালক দুদু মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাভার থেকে সানাই প্লাস্টিক কারখানার জন্য আমি প্রায়ই প্লাস্টিক দানা নিতে চুড়িহাট্টার নিহত নাহিদের কাছে আসতাম। ওইদিন নাহিদ তাকে ১০ মিনিট পর আসার জন্য অনুরোধ করলে আমি লাগোয়া রাজমহল হোটেলে যাই। চায়ে রুটি ভেজানো মাত্রই বিকট শব্দে আমি একটি সিলিন্ডার উড়তে দেখি। ওই মুহূর্তে আমি নিজের প্রাণ বাঁচাতে হোটেল থেকে বের হয়ে দৌড় দিই। তবে আমার গাড়িটি কঙ্কাল হয়ে গেছে। মাত্র ২১ মাস আগে আমি গাড়িটি (ঢাকা মেট্রো-ন-১৭-৩১৭১) কিনেছিলাম। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির এক সদস্য এ প্রতিবেদককে বলেন, রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত হাজী ওয়াহেদ ম্যানশনের দোতলার কেমিক্যাল বিস্ফোরণ থেকে হয়। আগুনের তীব্রতার কারণে গাড়ির সিলিন্ডারগুলো কয়েক মিনিট পর বিস্ফোরিত হয়। দোতলায় উচ্চমাত্রার দাহ্য পদার্থ ছিল। সেখানকার বিস্ফোরণেই আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন ৩-৪টি বাড়িতে ছড়িয়ে পড়ে। এরপর গাড়িগুলোর সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে দুই গাড়ির মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। আগুন লাগার কয়েক মিনিট পর একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরবর্তীতে কয়েকটি সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। লালবাগ জোনের অতিরিক্ত উপ-কমিশনার কামাল হোসেন বলেন, আগুনের ঘটনায় চকবাজার থানায় একটি মামলা হয়েছে। সেই মামলার তদন্তে কাজ করছে পুলিশ। অগ্নিকান্ডের অনেক ধরনের আলামত পাওয়া গেছে। এ ছাড়া অগ্নিকান্ডের কারণ ও ওয়াহেদ ম্যানশনের বৈধ অনুমতি ছিল কিনা তা জানতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন রাসায়নিক বিশেষজ্ঞ বলেন, কয়েকদিন ধরেই ওয়াহেদ ম্যানশনের আশপাশে রাসায়নিকের উৎকট গন্ধ ছড়াচ্ছিল। তার মানে ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলার ফ্লোরের সংরক্ষিত কোনো রাসায়নিক লিকেজের মাধ্যমে বের হয়ে ফ্লোরটি একটি ‘গ্যাস চেম্বারে’ পরিণত হয়েছিল। আগুনের কোনো স্পার্ক হওয়ার সঙ্গে সঙ্গে সেটির বিস্ফোরণ ঘটে। বাতাসে যেভাবে আগুনের প্রবাহ দেখা গেছে-তাতে নিশ্চিত ওখানকার বাতাসও রাসায়নিকে ঠাসা ছিল বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনে গত বুধবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত ১০টা ৩৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় মোট ৬৭ জন নিহত হন। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ৪১ জন। তাদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক।

কেমিক্যাল ব্যবসায়ীদের জরুরি তলব : পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় সব কেমিক্যাল ব্যবসায়ী, কেমিক্যাল আমদানিকারকসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জরুরি তলব করেছে শিল্প মন্ত্রণালয়। আজ দুপুর ২টায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তাদের নিয়ে জরুরি বৈঠক করবেন। শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ভারপ্রাপ্ত শিল্পসচিব আবদুল হালিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সংসদে শোক : রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে  শোক প্রস্তাব গ্রহণ করেছে। শোক প্রস্তাবে দুর্ভাগ্যজনকভাবে অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একইসঙ্গে  আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করা হয়। একাদশ সংসদের গতকাল বৈঠকের শুরুতেই  শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘গত বুধবার চকবাজারে ভয়াল অগ্নিকান্ডের ঘটনায় মৃত্যুবরণকারীদের প্রতি জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। জাতীয় সংসদ মৃত্যুবরণকারী ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছে ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। সেই সঙ্গে অগ্নিকান্ডে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করছে।” ডতনি শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণের জন্য সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানান। এরপর প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আজ এক দিনের রাষ্ট্রীয় শোক : চকবাজারে নিহতদের স্মরণে আজ সারা দেশে শোক দিবস পালিত হবে। নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে শোক পালনের ঘোষণা দিয়েছে সরকার। এ উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনিমিত থাকবে।

অগ্নিকা-ন্ডেক্ষতিগ্রস্ত এলাকায় ইসলামী আন্দোলন : ভয়াবহ অগ্নিকান্ডে চকবাজার চুড়িহাট্টার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। দলের আমির পীর চরমোনাইয়ের পক্ষে সংগঠনের মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় নেতারা নিহত ও আহত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন। তারা নিহতদের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা ও ক্ষতিগ্রস্থদের জন্য দোয়া করেন।

পুরান ঢাকার কেমিক্যাল কারখানা দ্রুত অপসারণ দাবি : পুরান ঢাকার সব কেমিক্যাল কারখানা ও গুদাম দ্রুত অপসারণের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম। একই সঙ্গে কারখানাগুলোর বাণিজ্যিক লাইসেন্স বাতিল এবং এ ধরনের লাইসেন্স আর না দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। সম্মেলনে মূল বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের জাকির হোসেন। অন্যদের মধ্য বক্তব্য রাখেন স্টেপ টুয়ার্ডসের রঞ্জন কর্মকার, মানুষের জন্য ফাউন্ডেশনের শাহিন আনাম, এসএনএফের হামিদা হোসেন, এএলআরডির শামসুল হুদা, এএসএফের সেলিনা আহমেদ ও আসকের তামান্না হক রিতী। ফোরামের পক্ষ থেকে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কিছু দাবি করা হয়েছে।

নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বালন: চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বালন, আলোচনা ও হতাহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনের সহসভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সাংগঠনিক সম্পাদক জেনিফা ফেরদৌস, চলচ্চিত্র বিষয়ক সম্পাদিকা শাহনুর, টিভি উপস্থাপিকা সাবরিন সাকা মীম, শংকর শাওজাল, রীতা রানী সরকার, বৃষ্টি রানী সরকার, সোহেলি পারভীন মনি, মো. আবু কায়েম রবি, মো. ইব্রাহিম সরকার, দিলীপ সরকার, হাবিব উল্লাহ রিপন, অভিষেক ঘোষ। বক্তারা অবিলম্বে কেমিক্যালের সব গোডাউন অন্য জায়গায় সরিয়ে নেওয়ার জন্য গোডাউন মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে। বিএনপিকে এই অগ্নিকা  নিয়ে রাজনীতি না করে অগ্নিদগ্ধ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

 

 

               

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর