মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিমানের লন্ডন ফ্লাইটে হয়েছিল মাতলামির ঘটনা

নিজস্ব প্রতিবেদক

গত ৪ জানুয়ারি মদপান করে বিমানে হুলস্থূল কান্ড ঘটিয়েছিলেন এক যাত্রী। অন্য যাত্রীদের গালিগালাজ এবং একপর্যায়ে মারধরও করেন। শেষ পর্যন্ত উপায় না পেয়ে তাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়। বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটি গত ৪ জানুয়ারি লন্ডন  থেকে যাত্রী নিয়ে রওনা দিয়েছিল সিলেটের উদ্দেশে।  সেই ফ্লাইটের এক যাত্রীকে ঘিরেই তুলকালাম কারীতিমতো ভাইরাল হয়ে যায় ওই যাত্রীর কান্ডের ভিডিও। ভিডিওতে তার কথোপকথন শুনে ধারণা করা হয় তার বাড়ি সিলেটে। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক মনে হয়েছে তাকে।

বিমানে যাত্রীর মাতলামি : জানা গেছে, ইকোনমি ক্লাসের যাত্রী হয়েও ওই যাত্রী  জোর করে বিজনেস ক্লাসে বসেন এবং কেবিন ক্রুদের কাছ থেকে উন্নত মানের হার্ড ড্রিংস চান। কেবিন ক্রু তাকে ওই ব্র্যান্ড নেই জানানোর পরপরই তিনি উচ্চবাচ্য শুরু করেন। এক পর্যায়ে তিনি পাশের এক যাত্রীকে ঘুষি মারেন এবং জামা ছিড়ে ফেলেন। এরপর তার আচরণ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে যাত্রী ও কেবিন ক্রুদের সম্মিলিত প্রচেষ্টায় তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা সম্ভব হয়। ফ্লাইট সিলেটে নামার পর তাকে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীর কাছে তুলে দেওয়া হয়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ওই যাত্রী মদ্যপ অবস্থায় মাতলামি করছেন। একপর্যায়ে তিনি বিমানের এক যাত্রীকে আঘাত করেন। পরে বিমানের  কেবিন ক্রু ও যাত্রীরা মিলে তাকে রশি দিয়ে সিটের সঙ্গে  বেঁধে ফেলেন। সংশ্লিষ্টরা জানান, ওই যাত্রী আগে থেকেই প্রচুর মদ পান করেছিলেন। পরে তাকে তল্লাশি করে তার কাছে মদের বোতলও পাওয়া যায়। জানা গেছে, লন্ডন থেকে বিমান ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওই যাত্রী মাতলামি শুরু করেন। তিনি কেবিন ক্রুদের প্রচ  বিরক্ত করছিলেন। কেবিন ক্রু ও যাত্রীরাও অনেকে তাকে শান্ত করার চেষ্টা করেছেন। কিন্তু এক পর্যায়ে তিনি বিমানবালাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন ও একজন ক্রুর আঙ্গুলে কামড় দেন। হাতে থাকা প্লেট ছুড়ে মারেন। 

সর্বশেষ খবর