মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এভাবে বিমানে ঢোকার মতো লিকেজ ছিল না : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এভাবে বিমানে ঢোকার মতো লিকেজ ছিল না : প্রতিমন্ত্রী

বিমান ছিনতাইয়ের ঘটনার বিস্তারিত বিষয় তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তদন্ত প্রতিনিধি দল ইতিমধ্যে চট্টগ্রামে পৌঁছেছে। আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিমান সচিব মহীবুল হক এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান।

সংবাদ সম্মেলনে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘কলিগদের থেকে জানলাম বিমান হাইজ্যাক হয়েছে। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের কথা বললাম। প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে দেখলাম তিনি ঘটনাটি জানেন। কমান্ডো প্রসিড করতে তিনি নির্দেশ দিয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) সার্বক্ষণিক পুরো বিষয়টি মনিটর করেছেন। পরে জানলাম সবাই নিরাপদে রয়েছে। আমরা পুরো বিষয়টি বোঝার চেষ্টা করছি। সাংবাদিকরাও পুরো বিষয়টি দেখেছেন।’ বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘এখানে এমন কোনো লিকেজ ছিল না বা নেই যে একজন যাত্রী এভাবে বিমানে যেতে পারেন।’ তাহলে অস্ত্রটা ভিতরে গেল কীভাবে-এ প্রশ্নের জবাবে বিমান সচিব মহীবুল হক বলেন, ‘সেটা অস্ত্র কিনা আমরা ওয়াকিবহাল না। খেলনা পিস্তল কিনা সেটাও নিশ্চিত না। যে কোনো কিছু হতে পারে। তদন্ত প্রতিবেদন পেলে এটা নিয়ে বিস্তারিত বলতে পারব।’ তিনি বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখেছি অন্য ১০ জন যাত্রীর মতো তাকেও তল্লাশি করা হয়েছিল। তার কাঁধে একটা ব্যাগ ছিল। সে স্ক্যানিং মেশিনের ভিতর দিয়ে গেছে, কিন্তু সেখানেও কিছু দেখা যায়নি।’ এ সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এম নাঈম হাসান বলেন, ‘বিমান থেকে সবাই বেরিয়ে যাওয়ার পর ‘সো কলড’ হাইজ্যাকার বিমানে একাই ছিল। আমরা সেদিন অনেক কিছুই শুনেছি। তদন্ত প্রতিবেদনে পুরো বিষয়টির বিস্তারিত জানা যাবে।’ বিমানে গুলি বিনিময় হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এয়ারক্রাফটে গুলি বিনিময় হলে তার চিহ্ন থাকত। আমরা কোনো চিহ্ন কোথাও পাইনি। খেলনা পিস্তলেও শব্দ হয়। তদন্ত শেষে পিস্তল আসল নাকি নকল বলা যাবে।’ এ ধরনের ঘটনায় যারা বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে তাদের মধ্যে কোনো সমন্বয়হীনতা রয়েছে কিনা জানতে চাইলে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘কীভাবে যাত্রীরা যায় আপনারা দেখেছেন। কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া এ ধরনের ঘটনা থেকে আমরা উদ্ধার হয়েছি। সংস্থাগুলোর মধ্যে কোনো ধরনের সমন্বয়হীনতা নেই।’

সর্বশেষ খবর