বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গণতান্ত্রিক প্রতিষ্ঠান কার্যকর না হলে কর্তৃত্ববাদী শাসন

নিজস্ব প্রতিবেদক

গণতান্ত্রিক প্রতিষ্ঠান কার্যকর না হলে কর্তৃত্ববাদী শাসন

ড. আনিসুজ্জামান

ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, কার্যকর জাতীয় সংসদ ও বিরোধীদল ছাড়া গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে না। আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কার্যকর না হলে কর্তৃত্ববাদী শাসন চেপে বসে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সাপ্তাহিক ‘নতুন কথা’র ৪০তম বর্ষে পদার্পণ উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ এবং গণমাধ্যম’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে পত্রিকাটি। ড. আনিসুজ্জামান বলেন, মহান মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়। এরপর সামরিক ও স্বৈরাচারী শাসকরা রাষ্ট্রীয় মূলনীতিতে এমনকি সংবিধানেও কুঠারাঘাত করে। রাষ্ট্রধর্ম প্রতিষ্ঠা করা হয়। যা সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। রাষ্ট্রধর্ম ও ধর্মনিরপেক্ষতা একসাথে চলতে পারে না। তিনি বলেন, গণমাধ্যমের অগ্রসর হতে হবে মানুষের কল্যাণে এবং এই গণমাধ্যমেই মুক্তিযুদ্ধের প্রতিফলন ঘটবে। কিন্তু মুক্তিযুদ্ধের সম্মান যে জায়গাতে যাওয়া দরকার সেখানে নেই, এখানে গণমাধ্যমের বড় ভূমিকা থাকা দরকার। নানা কারণে আজ মুক্তিযুদ্ধের নামে অনেক কিছু ঘটছে যা আমাদের কাম্য না। গণমাধ্যম কি এসব জায়গা থেকে সরে যাচ্ছে কিনা সেটা  দেখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক কামাল লোহানী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী প্রমুখ।  নতুন কথা’র ব্যবস্থাপনা সম্পাদক মাহমুদুল হাসান মানিক এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক হাজেরা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক কামাল লোহানী বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে। আমরা আইয়ুব খান, ইয়াহিয়া খানের বিরুদ্ধে কথা বলেছি, মিছিল করেছি, লিখেছি। এখন সাংবাদিকদের ইউনিয়ন আছে। তবে তারা কথা বলতে পারেন না। রাশেদ খান মেনন বলেন, আজকের বাস্তবতায় গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় গণমাধ্যম আছে কিনা সেটাও তাদের দেখতে হবে। তথ্য প্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তা জরুরি। মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, স্বাধীন সংবাদমাধ্যম ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সম্ভব নয়। সংবাদপত্রের স্বাধীনতা থাকলে সব সমস্যা দূর করা সম্ভব।

সর্বশেষ খবর