শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ভোটের প্রতি মানুষ আস্থা হারিয়েছে

নিজস্ব প্রতিবেদক

ভোটের প্রতি মানুষ আস্থা হারিয়েছে

এম সাখাওয়াত হোসেন

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.) বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে ভোটারদের কম উপস্থিতি প্রমাণ করে ভোটের প্রতি মানুষ আস্থা হারিয়েছে। ভোট পদ্ধতির ওপর ভরসা না থাকায় জনগণ কেন্দ্রমুখী হয়নি।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও বলেন, ভোটারদের এই অনুপস্থিতির দায় নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল এবং প্রার্থীদের নিতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়াও ভোটারদের অনুপস্থিতির একটা কারণ। এ ছাড়া ভোট নিয়ে সেরকম প্রচারও ছিল না। প্রার্থীরা ভোটের মাঠে আলোড়ন তুলতে পারেননি। প্রার্থীদের প্রচারেও অনেক ঘাটতি ছিল। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটে যেরকম সরগরম পরিবেশ থাকার কথা তার কিছুই ছিল না। ভোটের বিষয়ে জনগণের কাছে প্রয়োজনীয় তথ্যই পৌঁছায়নি। সবকিছু মিলিয়ে ভোটের প্রতি মানুষের আস্থাহীনতা এই ব্যাপক অনুপস্থিতির মূল কারণ।

সর্বশেষ খবর