শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পয়লা মার্চ থেকে উত্তাল হতে শুরু করে ঢাকা

তানিয়া তুষ্টি

পয়লা মার্চ থেকে উত্তাল হতে শুরু করে ঢাকা

১৯৭১ সালের মার্চের প্রথম দিন থেকেই উত্তপ্ত ছিল ঢাকাসহ গোটা দেশ। হঠাৎ করেই প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। একই সঙ্গে গভর্নর আহসানকে পদচ্যুত করে লে. জেনারেল সাহেবজাদা ইয়াকুব খানকে পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসকের দায়িত্ব দেন। তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি  ইয়াহিয়া খানের এমন ঘোষণায় পূর্ব পাকিস্তানের সব শ্রেণির মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বেতারে ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসেন। কোনো রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচি ছাড়াই তাদের মধ্যে ব্যাপক স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তবে বাঙালি জনগোষ্ঠীর এই বিক্ষুব্ধ মনোভাবকে পাত্তা দিতে চায়নি পাকিস্তানি শাসক শ্রেণি।

ইয়াহিয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় হোটেল পূর্বাণীতে জরুরি ভিত্তিতে আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির বৈঠক বসে। সেখানে দলের নেতৃস্থানীয়রা জনগণের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, ‘এটা দুঃখজনক যে একটি সংখ্যালঘু দলের আবদার রাখতে গিয়ে জাতীয় সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে অন্যায়ের প্রতিবাদ করতেই হবে।’ এই সিদ্ধান্তকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীদেরই জয় হয়েছে। তবে অবশেষে জয় আমাদের। দেশে সামরিক আইন বহাল থাকা সত্ত্বেও পিপিপির চেয়ারম্যান জাতীয় সংসদের অধিবেশনে যোগদানে ইচ্ছুক পশ্চিম পাকিস্তানি সংসদ সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন। অবস্থাদৃষ্টে মনে হয় সামরিক আইন শুধুমাত্র বাঙালিদের জন্য। কিন্তু আমরা যে কোনো প্রতিকূল অবস্থার জন্য তৈরি রয়েছি।’ সংবাদ সম্মেলনেই প্রতিবাদস্বরূপ দেশব্যাপী অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানানো হয়। তখন ঘোষণা দেওয়া হয়, ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ থেকে ৬ মার্চ সারা দেশে হরতাল বহাল থাকবে। পাঁচ দিনের এই কর্মসূচির পর ৭ মার্চ রেসকোর্স ময়দানে জনসভা হবে। সেই জনসভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ খবর