শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আইনের শাসন প্রতিষ্ঠায় পাড়া-মহল্লায় আন্দোলন : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মালিক জনগণ। জনগণের অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করতে পারি না। প্রয়োজনে পাড়া-মহল্লায় আন্দোলন গড়ে তুলতে হবে। 

গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, অসহায় বোধ করে আমাদের বসে থাকা ঠিক হবে না। এ দেশ রাজতন্ত্রে পরিচালিত হয় না। বহু সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র এনেছি। অসত্যের ওপর ভর করে কারও ক্ষমতা দখল করে রাখা উচিত নয়। জেএসডি সহ-সভাপতি এম এ গোফরানের সভাপতিত্বে সভায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, বিএনপি নেতা আবদুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন। আ স ম আবদুর রব বলেন, জাসদ নেতা সিরাজুল আলম খান ২ মার্চের পতাকা উত্তোলন, ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ এবং ৭ মার্চের ভাষণের পরামর্শক ছিলেন। তাকে বাদ দিয়ে স্বাধীন দেশের ইতিহাস হতে পারে না। তিনি বলেন, আজ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যারা দেশে লুটপাট করছে স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা কী ছিল তা জাতি জানে। বর্তমান স্বৈরাচারী শাসককে আন্দোলন করে উৎখাত করতে হবে। মাহমুদুর রহমান মান্না বলেন, বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে দেশের ক্ষমতা দখল করে রাখা হয়েছে। ২৯ ডিসেম্বর ভোট ডাকাতি করা হয়েছে। সেই কারণে গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনে মানুষ ভোট বর্জন করেছে। পুলিশের সহায়তায় এই সরকার ক্ষমতায় টিকে আছে।

সর্বশেষ খবর