শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পুলিশকে আরও আধুনিক করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

পুলিশকে আরও আধুনিক করা হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে আইনশৃঙ্খলা রক্ষাসহ আইনের শাসন প্রতিষ্ঠায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ পুলিশ। এই বাহিনীকে আরও উন্নত ও আধুনিক করতে সরকার কাজ করছে। গতকাল সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ২০১৮ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১৫৮ পুলিশ সদস্যের পরিবারকে স্বীকৃতি স্মারক ও উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে, পুলিশ স্টাফ কলেজ চত্বরে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি সম্মান জানান। এ সময় পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করে। সেই সঙ্গে বাজানো হয় বিউগলে করুণ সুর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ ও জনগণের জানমাল রক্ষায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য নিহত ও আহত হন। এর মধ্যেও জনগণের নিরাপত্তায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সর্বশেষ খবর